X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাকে নির্যাতন করে তাড়িয়ে দিয়ে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৮

নড়াইল নড়াইলের কালিয়ায় মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মাহিমা নামে দুই বছরের এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রোজিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে। তিনি হাড়িডাঙ্গা গ্রামের বোচা থান্দারের স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের ছাদিয়ার থান্দারের ছেলে মাহামুদ থান্দার সৌদি আরবে কর্মরত। তার স্ত্রী তাছলিমা বেগম গ্রামের বাড়িতে থাকে। রবিবার বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে মাহমুদের ভাই শামীম থান্দারসহ পরিবারের লোকজন তার স্ত্রীকে (৩০) বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারা তাছলিমার একমাত্র শিশুকন্যা মাহিমাকেও মায়ের কোল থেকে কেড়ে রাখে। এ ঘটনা কালিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনার তদন্তসহ মাহিমাকে উদ্ধার করতে শামীমদের বাড়িতে যায়। পুলিশ শিশু মাহিমার খোঁজ জানতে চাইলে বাড়ির লোকজন সে কোথায় আছে বলতে পারেনি। পরে পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশের পুকুরের পানি থেকে উদ্ধার করে। শিশুটিকে কালিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাছলিমার অভিযোগ, তাকে তাড়িয়ে দিয়ে তার শিশুকন্যাকে শামীম ও তার পরিবারের লোকজন পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে।

ওসি মো. ইকরাম হোসেন জানান, তাছলিমার অভিযোগের  ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি