X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সুইট কর্ন ঘোষণা দিয়ে এনার্জি ড্রিংকস আমদানি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:৩৫

সুইট কর্ন ঘোষণা দিয়ে এনার্জি ড্রিংকস আমদানি! সুইট কর্ন ঘোষণা দিয়ে চীন থেকে আনা একটি চালানে চকলেট, ওয়েফার, বিস্কুট, এনার্জি ড্রিংকস পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার (২৭ নভেম্বর) এই চালানের এসব পণ্য জব্দ করেন তারা।

ডেপুটি কাস্টমস কমিশনার মো. নূরউদ্দিন মিলন এ তথ্য জানিয়েছেন।

১৩ হাজার ২০ কেজি সুইট কর্ন ও ৩ হাজার ২৩৫ কেজি কিডনে বিনসের ঘোষণা দিয়ে এই চালানটি আনা হয় বলে তিনি জানান।

ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে চালানটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের শেখ মুজিব সড়কের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এলিট এন্টারপ্রাইজ। ‘ওশান নাভা শেভা’ নামের জাহাজে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এরপর গত ১৭ জানুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

নূরউদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিথ্যা ঘোষণায় পণ্য আনা হয়েছে, এমন গাপন সংবাদ থাকায় চালানটি গোয়েন্দা নজরদারিতে ছিল। বিষয়টি বুঝতে পেরে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এতদিন পণ্য খালাস করতে আসেনি। দীর্ঘদিন পর এআইআর  শাখা নিজস্ব ব্যবস্থাপনায় কন্টেইনাটির কায়িক পরীক্ষা করার সময় এতে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বিল অব এন্ট্রিতে ১৩ হাজার ২০ কেজি সুইট কর্ণ এবং ৩ হাজার ২৩৫ কেজি কিডনে বিনস আনার ঘোষণা থাকলেও কায়িক পরীক্ষায় চালানটিতে এসব পণ্য পাওয়া যায়নি। ঘোষিত পণ্যের বদলে চালানটিতে ১২ পদের চকলেট, ওয়েফার, বিস্কুট, এনার্জি ড্রিংকস পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনার মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। কারণ, চালানটির ঘোষিত পণ্যের রাজস্ব কর ছিল ৭ লাখ টাকা। আর কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের শুল্কায়ন করা হয় এক কোটি টাকা।

 

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল: একটি জায়গার জন্য প্লে-অফের লড়াইয়ে তিন দল
আইপিএল: একটি জায়গার জন্য প্লে-অফের লড়াইয়ে তিন দল
গৃহবন্দি লেকশোর হোটেল মালিককে হাজির করতে সন্তানদের রিট
গৃহবন্দি লেকশোর হোটেল মালিককে হাজির করতে সন্তানদের রিট
শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ