X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাক্ষ্য দিতে নেদারল্যান্ডসে রোহিঙ্গা প্রতিনিধি দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

টেকনাফের শাহপরীর দ্বীপে নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছেন (ফাইল ফটো) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) করা মামলায় সাক্ষ্য দিতে নেদারল্যান্ডস গেছেন রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। শনিবার (৭ ডিসেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া থেকে তিন জনের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে তারা নেদারল্যান্ডসে গেছেন সে ব্যাপারে কোনও তথ্য জানাতে রাজি হননি তিনি। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের মাধ্যমে এ প্রতিনিধি দল দেশটিতে গেছেন।

জানা গেছে, প্রতিনিধি দলে দু’জন নারী রয়েছেন। তারা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হামিদা (৪৫), হাসিনা (২৩)। তারা দুজনই মিয়ানমারে নির্যাতনের শিকার। ভিকটিম হিসেবে তাদের সেখানে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই শুনানি পর্যবেক্ষণে বাংলাদেশেরও একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবে।
এ বিষয়ে রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা (কক্সবাজারের আশ্রয় শিবির থেকে) রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের নেদারল্যান্ডসে যাওয়ার কথা রয়েছে। হয়তো তারা রওনা দিয়েছে। তবে তারা কীভাবে যাচ্ছে তা বিস্তারিত জানি না।’
রোহিঙ্গা এক নেতার ভাষ্য, ‘রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। তবে হতাশার বিষয় হচ্ছে, মিয়ানমারের পক্ষে সেখানে অংশ নিতে যাচ্ছেন ডি ফ্যাক্টো সরকারের প্রধান অং সান সু চি। তিনি কখনও রোহিঙ্গাদের পক্ষে ছিলেন না। আমাদের আশা ছিল মিয়ানমারকে আদালতের মুখোমুখি করা। সেটি হয়েছে, এতে আমরা অনেক খুশি। মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার বিচার করতে হবে।’
তিনি বলেন, আইসিজে আদালতে ভিকটিম হিসেবে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির থেকে একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস যাচ্ছে। তাদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ।’
এদিকে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) এক কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে অংশ নিতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডসে গেছে। তারা শনিবার রওনা দিয়েছে। তাদের ভিকটিম হিসেবে সেখানে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।’ তবে বেশ কিছু দিন ধরে এই সংগঠনের কার্যক্রম বন্ধ থাকায় তিনি তার নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন এই প্রতিবেদককে।
রোহিঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘দুই রোহিঙ্গা নারীসহ একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক বিচার আদালতে অংশ নিতে কক্সবাজার ত্যাগ করেছেন।’
এ প্রসঙ্গে রোহিঙ্গা নেতা মোহাম্মদ আলম বলেন, ‘রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল আইসিজে আদালতে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন বলে শুনেছি।’
তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব আলম তালুকদার।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলাটি করে। গাম্বিয়াও গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশ। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর অল্প সময়ের মধ্যে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসেন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। এর আগে থেকে এ দেশে অবস্থান করছিলেন আরও চার লাখ রোহিঙ্গা। সীমান্তবর্তী জেলা কক্সবাজারের প্রায় ৩৪টি শিবিরে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী