X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৯

মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন: আমির হোসেন আমু

প্রয়াত আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায়ও মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়র হয়েছিলেন। দল-মত নির্বিশেষে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। তিনি চট্টগ্রামকে ভালোবাসতেন, চট্টগ্রামের মানুষ তাকে ভালোবাসতেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে এতটাই ভালোবাসতেন যে, চট্টগ্রামের স্বার্থে তিনি আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করতেও দ্বিধা করেননি।’

রবিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

সভায় আমির হোসেন আমু বলেন, ‘ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরীর রাজনীতির ধারা ছিল ব্যতিক্রমী, সৃষ্টিশীল ও সেবাধর্মী। রাজনীতিকে তিনি রাজনীতির ভেতরে আবদ্ধ রাখেন নাই।’

তিনি আরও বলের, ‘মহিউদ্দিন চৌধুরী জীবনের সব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি নগরীতে শিক্ষার আলোর ছড়িয়ে দিয়েছিলেন, জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন স্বাস্থ্য সেবা। মেয়র থাকাকালীন চট্টগ্রামের কোনও প্রকল্প নিয়ে একনেকে তদবির করতে যাননি। নিজের উদ্যোগে উন্নয়ন কাজ করতেন।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘দলের তৃণমূলের একজন কর্মী থেকে তিনি জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। কিন্তু জাতীয় নেতৃত্বে তিনি কখনও আগ্রহ দেখাননি। কারণ তার চিন্তা ও চেতনায় ছিল শুধু চট্টগ্রাম, চট্টগ্রামের উন্নয়ন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। দলের জন্য কাজ করে তিনি জননেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।’

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আরও অনেকে।

অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সংসদ সদস্য ডা. আফছারুল আমীন, এমএ লতিফ, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী