X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

সংবিধান ও আইনের বাইরে ভূমি কমিশনের কোনও কাজ হবে না: চেয়ারম্যান

রাঙামাটি ও বান্দরবান প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পার্বত্য ভূমি বিরোধ কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক সংবিধান ও আইনের বাইরে ভূমি কমিশনে কোনও কাজ হবে না বলে জানিয়েছেন পার্বত্য ভূমি বিরোধ কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক। তিনি বলেছেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবিগুলো লিখিত আকারে আমার কাছে দিয়েছে। আমি সেগুলো সরকারের উচ্চপর্যায়ে পাঠিয়ে দেবো। সরকার আইন করে আমাদের হাতে বুঝিয়ে দিলে আমরা সেভাবে কাজ করবো।’

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ভূমি কমিশনের সভা শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকালে পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদের বিরোধিতা আর ঘেরাওয়ের মধ্যেই নির্ধারিত সময়ের একঘণ্টা পর রাঙামাটিতে শুরু হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা। সোমবার সকাল ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়ে পূর্বনির্ধারিত এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য ভূমি-বিরোধ কমিশনের চেয়ারম্যান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি ২০০১ সালে সংসদে পাস করা হয়েছিল। এটি সংশোধন করতে হলেও সংসদে পাস করা লাগবে। যা করার সব সরকারই নির্ধারণ করে দেবে। সে অনুসারেই আমরা কাজ করবো। সরকার আইন বদল না করলে কমিশনের কিছুই করার থাকবে না।’

আজ সোমবার সকাল ৮টা থেকে পার্বত্য বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা সভাস্থল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে অবস্থান নিয়ে ঘেরাও করে রাখে। প্রধান সড়কটি অবরুদ্ধ থাকায় এ সময় রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘেরাওয়ের মধ্যেই কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক এসে নাগরিক পরিষদের বাধার মুখে পড়েন। এ সময় তিনি ঘেরাওকারীদের সঙ্গে পৃথকভাবে কথা বলে তাদের দাবি-দাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার আশ্বাস দেন। পরে ঘেরাওকারীরা অবরোধ তুলে নিয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যান এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।

ঘেরাও তুলে নেওয়ার পর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, কমিশনের সদস্য তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বোমাং সার্কেল চিফ উ চ প্রু ও চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় উপস্থিত হলে শুরু হয় কমিশনের নির্ধারিত বৈঠক।

পার্বত্য বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোলাইমান বলেন, ‘আমরা কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হকের সঙ্গে দেখা করে আমাদের দাবিগুলো লিখিত আকারে দিয়েছি। আমরা বলেছি আইন সংশোধন না হওয়া পর্যন্ত যাতে আর কোনও সভা ও সিদ্ধান্ত নেওয়া না হয়। যদি কমিশন আইন সংশোধন না করে কোনও সভা করতে চায় আমরা তা হতে দেবো না।’

বোমাং সার্কেল চিফ উ চ প্রু বলেন, ‘চিন্তার কোনও কারণ নেই। পার্বত্য অঞ্চলে যারা বাস করেন তাদের বাস্তুহারা হওয়ার ভয়ের কোনও কারণ নেই।’

কমিশনের আগামী সভা ৩ ফেব্রুয়ারি বান্দরবানে হওয়ার কথা রয়েছে। বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা

এদিকে বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬’ সংশোধনের দাবি জানিয়ে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নবগঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কাছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া স্বাক্ষরিত এ স্মারকলিপি দেন তারা।

আরও পড়ুন- প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলো পার্বত্য নাগরিক পরিষদ



/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার সবুজ সংকেত পেয়েছেন শামিত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার সবুজ সংকেত পেয়েছেন শামিত
রাগ করে ঘর থেকে বের হওয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ 
রাগ করে ঘর থেকে বের হওয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ 
প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন হয়নি
প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন হয়নি
বাংলাদেশ জাস্ট ট্রানজিশন অ্যাকাডেমির যাত্রা
বাংলাদেশ জাস্ট ট্রানজিশন অ্যাকাডেমির যাত্রা
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ