X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

একমাত্র ইভিএমেই দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৪৬

চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভীত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘ইভিএম চালু হলে ভোট কারচুপি করা যাবে না, ব্যালট চুরি করার কোনও সুযোগ নেই। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। শুধু তাই নয়, ইভিএমই একমাত্র উপায় যেখানে যার ভোট তিনিই দিতে পারবেন। জাল ভোট দেওয়ার সুযোগ নেই। এছাড়া একবার ভোট দিলেই দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আর  যারা পরিচালনা করবেন তাদের পরিশ্রম লাঘব হবে।’

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় কে এম নূরুল হুদা বলেন, ‘অভিযোগ তো যে কেউ চাইলে করতেই পারে। অভিযোগ তো অভিযোগই। ভিত্তি আছে কিনা দেখতে হবে। অনেক অভিযোগ আছে যেগুলোর কোনও ভিত্তি থাকে না। অবশ্যই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্যই আমরা ইভিএম চালু করেছি। যাতে কারচুপি না হয়, ব্যালট ছিনতাই না হয়। একজন ভোটার ইভিএম পদ্ধতিতে নিজের ফিঙ্গার প্রিন্ট, স্মার্ট কার্ড, ভোটার নম্বর এবং আগের এনআইডি এই চার উপায়ের যে কোনও একটি ব্যবহার করে ভোট দিতে পারবেন।’

ইভিএম পদ্ধতিতে প্রিজাইডিং অফিসারদের হাতে ২৫ শতাংশ ভোট থাকে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের হাতে ভোট থাকার কোনও সুযোগ নেই। এই অভিযোগ চাঁদে ছবি দেখার মতো, তখন তো দেশে একেবারে রায়ট হয়ে গেল। এটাও সেরকম একটা বিষয়। নির্বাচনের বিধি অনুসারে কোথাও এক শতাংশ ভোটও প্রিসাইডিং অফিসারের হাতে আছে এমন কিছু লেখা নেই। এসব অভিযোগের কোনও ভিত্তি নেই।’

কে এম নূরুল হুদা বলেন, ‘এখানে (চট্টগ্রাম-৮) নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর। প্রার্থীদের মধ্যে কোনও সংঘাত নেই। গতকাল (মঙ্গলবার) নির্বাচনি এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। তাই আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন সুন্দর, প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা যে প্রার্থীকে ভোট দেবেন, যিনি  বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা হাছানুজ্জামান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা