X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় বিএনপি প্রার্থী জাহাঙ্গীর মেয়র নির্বাচিত

বগুড়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২৩:০০

প্রার্থী জাহাঙ্গীর আলম বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানা (নৌকা) ১ হাজার ২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ ফলাফল ঘোষণা করেন।

মেয়র পদে অপর স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩৩৪ ভোট।

রিটার্নিং অফিসার জানান, এখানে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। মোট ১৬ হাজার ৭৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৬৬১ জন। ভোট দেওয়ার হার ৮১.৬৭ শতাংশ।

সকালে দুপচাঁচিয়া পৌর এলাকার ডিএস মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আঞ্জুমান আরা বেগম, মৌসুমি আকতার, শাপলা বেগম, মাসুমা আকতার, গৌরি রানী, আরতী রানী এবং ইউনিয়ন ভূমি অফিস কেন্দ্রে নাহিদ জোয়ারদার, আদরী খাতুন ও অন্যান্য কয়েকটি কেন্দ্রের ভোটাররা জানান, এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিলেন তারা। মেশিনে ভোট দেওয়া যতটা কঠিন ভেবেছিলেন তারা, ততটা কঠিন নয়। ভোটকেন্দ্রের পরিবেশও খুব ভালো ছিল। কোনও বিশৃঙ্খলা নেই। তারা ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর জয়লাভ ও আওয়ামী লীগ প্রার্থীর তৃতীয় হওয়া প্রসঙ্গে ভোটাররা জানিয়েছেন, বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আগেও দু’বার মেয়র ছিলেন। তার পক্ষে জেলার দায়িত্বশীল নেতারা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। তাকে শুধু বিএনপি নয়, জোটসঙ্গী জামায়াত ও সাধারণ ভোটাররাও ভোট দিয়েছেন। সে তুলনায় আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানার প্রচারণা খুব সীমিত ছিল।  স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন ও তার লোকজন সাধ্যমতো প্রচারণা চালিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুজন প্রার্থী থাকায় ভোটাররা বিপাকে পড়েন। তাদের ভোট শুধু আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক রানার পক্ষে নয় ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগে যোগদানকারী বেলাল হোসেনকেও ভোট দিতে হয়েছে।  আওয়ামী লীগ ও তাদের ঘরনার ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় বিএনপি প্রার্থী বিজয়ী হন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ