X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

একদিনে দুই লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪৭

লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে মনসুর ও শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগান এলাকায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃস্পতিবার (১৬ জানুয়ারি) শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী পৃথকভাবে এতথ্য নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল উপজেলা ফিনলে টি কোম্পানির হরিণছড়া চা বাগানের ভেতর একটি ছড়া থেকে  বিপ্লব পান তাঁতী (২২) নামে এক চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই বাগানের পান তাঁতীর ছেলে।

শ্রীমঙ্গল থানার উপ-ফরিদ মিয়া জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চা বাগানের একটি ছড়া থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখ ও মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিকালেই নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত যুবকের সঙ্গে ওই বাগানের এক বিধবা নারীর সম্পর্ক ছিল। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডের পর ওই চা বাগানের দুই ব্যক্তি পালিয়েছে। শিগগিরই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে।’

অপরদিকে নিখোঁজের একদিন পর আব্দুল মোক্তাদির লিলু (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সে একজন মানসিক রোগী বলে জানিয়েছেন স্থানীয়রা। লিলু উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছোট ছেলে। বুধবার বিকালের দিকে পৌর শহরে বাদে মনসুর এলাকার মরা গুগালী ছড়ার পাশে একটি জমি থেকে লিলুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল মোক্তাদির লিলু তার বড় ভাই আব্দুর রহিমের সঙ্গে পৌর শহরের উত্তরবাজারে একটি বাসায় থাকতো। মানসিক রোগী হওয়ায় লিলুকে বন্দি করে ঘরেই চিকিৎসা দেওয়া হতো। মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের অগোচরে সে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তার কোনও সন্ধান না পেয়ে বুধবার দুপুরের দিকে ভাই আব্দুর রহিম কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিকালে বাদে মনসুর এলাকার লোকজন লিলুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি