X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিভিন্ন জেলায় যাচ্ছে নাটোরের খেজুরের গুড়

কামাল মৃধা, নাটোর
২১ জানুয়ারি ২০২০, ১৮:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৯:০৩

খেজুরের রস দিয়ে তৈরি পাটালি গুড় আবহমান বাংলায় খেজুরের রস ছাড়া শীতকালের কথা ভাবাই যায় না। একসময় শীতকাল এলেই গ্রামের মানুষের সকালের নাস্তায় থাকতো মুড়ির সঙ্গে খেজুরের রস। পিঠা, খির ও নানাকিছু তৈরিতে এই রসের ব্যবহার হতো। গ্রামীণ জীবনে উৎসবের আমেজ নিয়ে আসতো এই রস। কিন্তু সম্প্রতি নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে কাঁচা বা সরাসরি গাছ থেকে সংগ্রহ করা খেজুরের রস পান করা উঠেই গেছে প্রায়। তবে এই রস থেকে তৈরি গুড়ের চাহিদা কমেনি। আর এই গুড়ের চাহিদা অনেকখানিই মেটাচ্ছে নাটোর জেলা। এখানে রয়েছে হাজার হাজার খেজুর গাছ। এই জেলার বহু পরিবার গাছ থেকে রস সংগ্রহ আর গুড় তৈরি পেশায় জড়িত রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার জানান, কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় মোট ৪৮০ হেক্টর জমিতে খেজুরের গাছ রয়েছে। শীত মৌসুমে এসব গাছ থেকে ১১ হাজার ৫২০ মেট্রিক টন গুড় উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় ৮০-৮১ কোটি টাকা। এই গুড় যাতে ভেজালমুক্তভাবে উৎপাদন ও বিক্রি হয় সে ব্যাপারে কৃষি বিভাগের নিয়মিত মনিটোরিং রয়েছে। চলতি মৌসুমে জেলার কোথাও খেজুরের ভেজাল গুড় তৈরি বা বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।

গুড়ের উৎপাদন বেশি হওয়ায় নাটোরের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে আড়ত। নাটোর সদর উপজেলার স্টেশন বাজার, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার, লালপুর বাজার, সিংড়া, নলডাঙ্গা, বাগাতিপাড়া ও গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকায় রয়েছে এসব আড়ত। জানা গেছে,  দেশের বিভিন্ন স্থানে নাটোরের তৈরি খেজুরের গুড়ের রয়েছে বিশেষ চাহিদা।

বাজারে গুড় বিক্রি করে চলে বহু মানুষের জীবিকা গুড় তৈরির জড়িতরা শীতকাল শুরুর আগে থেকেই গাছ মালিকদের সঙ্গে টাকার বিনিময়ে অথবা রস কিংবা গুড় ভাগ দেওয়ার চুক্তি করেন। তারপর শুরু হয় গুড় তৈরি। তারা এই গুড় পাতলা গুড় (লালিগুড়) এবং পাটাগুড় (বাটি সাইজ-শক্ত গুড়) তৈরি করে বাজারে বিক্রি করেন। শীতের পিঠা তৈরির অন্যতম উপাদান হিসেবে এই গুড়ের রয়েছে বিশেষ চাহিদা। তাই শীত মৌসুমে ভালো আয় হয় এই পেশার মানুষদের।

সদর উপজেলার দিঘাপতিয়ার তেগাছি এলাকার বাসিন্দা ফরিদ জানান, তার পাঁচটি খেজুর গাছ রয়েছে। অন্যান্য বছরের মতো এবারও তিনি গাছিদের সঙ্গে গুড়ের চুক্তি করে গাছগুলো লিজ দিয়েছেন। চুক্তি অনুযায়ী, গাছিরা রস থেকে তৈরি গুড়ের তিন ভাগের এক ভাগ গুড় দেন। ওই গুড়ে পরিবারের প্রয়োজন মিটিয়ে বিক্রি করে টাকাও আসে তার। তবে তার অনেক প্রতিবেশীই টাকার চুক্তিতে গাছিদের গাছ দিয়েছেন।

সরেজমিন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অনেক গাছি ও সাধারণ কৃষককে গুড় বিক্রি করতে দেখা যায়। বড়াইগ্রাম ইউনিয়নের কুনিপাড়ার গুড় বিক্রেতা আসকান জানান, গত কার্তিক মাস থেকে তিনি গুড় তৈরি ও বিক্রি করছেন। ২৫টি গাছ থেকে তৈরি গুড় থেকে পরিবারের চাহিদা মিটিয়ে সপ্তাহে তিনি ১৫-১৬ কেজি বিক্রি করেন। বর্তমানে ৭৬ টাকা কেজি দরে তিনি গুড় বিক্রি করছেন।

লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের রতন জানান, তিনি ৪০টি গাছ চুক্তিভিত্তিক নিয়ে গুড় তৈরি করছেন। সপ্তাহে প্রায় ৩০ কেজি গুড় বিক্রি করেন তিনি।

স্থানীয় আড়তদার পীযূষ জানান, বনপাড়া বাজারে ১০টি আড়ত রয়েছে। সপ্তাহের শনি ও মঙ্গলবার হাটে গুড় কিনতে আসে সিরাজগঞ্জ, ফেনী, ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যাপারী। এছাড়া তারা নিজেরাও গুড় কিনে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। প্রতি সপ্তাহে বড়াইগ্রামের আড়ত থেকে অন্তত ৬০ হাজার কেজি (৬০ মেট্রিক টন) গুড় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়। তবে সব খরচ বাদে তাদের কেজিপ্রতি গড়ে দুই টাকা লাভ থাকে বলে দাবি করেন পীযূষ।

নাটোর শহরের নীচাবাজার এলাকার খুচরো গুড় বিক্রেতা গণেশ জানান, এখন গুড়ের খুচরা দাম ৯০-১১০ টাকা কেজি।  প্রতিদিন গড়ে তিনি দু-তিন মণ গুড় বিক্রি করেন। তিনি জানান, নাটোরের খেজুরের গুড়ের স্বাদ বেশি তাই তাদের কাছ থেকে অনেকে গুড় কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় আত্মীয়-স্বজনদের কাছে পাঠান।

 

 

/এমএএ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা