রাজশাহীর মোহনপুর উপজেলায় দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহনপুর উপজেলার মাদ্রাসাছাত্রীকে একই গ্রামের শাহাজীপাড়ার মৃত নুরশেদ আলীর ছেলে রাসেল হোসেন (২৬) গত বছরের ২৫ নভেম্বর রাতে ধর্ষণ করে। পরে ছাত্রীর বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে। এরপর মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।