X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গৌরীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০২:১৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০২:২৬

নিহত সাহার বানুর মেয়ের আহাজারি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের কলাতাপাড়া এলাকায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজনসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

ওসি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গৌরীপুরের উজান কাশিয়াচরের রাবেয়া খাতুন (৮০) মারা যান। এ সময় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাবেয়ার ছেলে লাল মিয়া (৫৫), একই এলাকার সাহারা বানু (৬৫) ও অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫০) মারা যান। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুন নূর খোকা জানান, বয়স্ত ভাতার কার্ডের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নিহত রাবেয়া খাতুন, লাল মিয়া ও সাহারা বানু গৌরীপুরে যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।            

নিহত সাহারার মেয়ে সুফিয়া জানান,  তার মা বয়স্কভাতার কার্ডের জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে গৌরীপুর উপজেলা সদরে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

অটোরিকশার যাত্রী কামরুল জানান, হঠাৎ বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের পর ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা