X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য এসে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৭

যদুবয়রা হাই স্কুল মাঠে ভাতার কার্ডের জন্য দীর্ঘ লাইন কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য এসে অসুস্থ হয়ে আক্কাস শেখ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কার্ডের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

আক্কাস শেখ যদুবয়রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বরইচারা গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় যদুবয়রা হাই স্কুল মাঠে যাচাইয়ের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন চলছিল। সেখানে শারীরিক প্রতিবন্ধী আক্কাস কার্ডের আশায় খুব সকাল থেকেই অসুস্থতা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, কুমারখালী উপজেলায় পর্যায়ক্রমে সব ইউনিয়নে উন্মুক্তভাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, দুস্থ মহিলা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার ছিল ৮নং যদুবয়রা ইউনিয়নের ভাতাভোগী বাছাইয়ের দিন। যদুবয়রা ইউনিয়নে প্রায় দুই হাজার জনের মধ্যে থেকে বয়স্ক ভাতার জন্য ৬৯, বিধবা ভাতার জন্য ৬৪ এবং প্রতিবন্ধী ভাতার জন্য ২৩০ জনকে নির্বাচিত করা হয়েছে।আক্কাসের স্ত্রী যেহেতু বিধবা হয়েছেন তাই তাকেও কার্ড দেওয়া হবে। 

এ বিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম বলেন, ‘সুষ্ঠুভাবে বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।  তবে দুঃখজনকভাবে আক্কাস শেখ নামের একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীবুল ইসলাম খান বলেন, ‘সকাল ১০টায় বাছাই শুরুর কথা থাকলেও নদী পার হয়ে একটু ঘুরে যেতে আমি সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পৌঁছে শুনি একজন মারা গেছেন। তিনি স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন বলে ধারণা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘অসুস্থদের আমরা আগে বাছাই করি এবং যেন তারা একটু ছাঁয়ায় দাঁড়াতে পারেন সেজন্য ভেন্যু হিসেবে আমরা স্কুলগুলো বেঁছে নিই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার