X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাড়িতে ঢুকে খাবারে বিষ মেশালো অজ্ঞান পার্টি, শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সদর উপজেলায় এক শিক্ষকের বাড়ি লুটের উদ্দেশ্যে গোপনে খাবারে রাসায়নিক দ্রব্য মেশায় অজ্ঞান পার্টির সদস্যরা। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে লুটপাট চালায় তারা। খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষক আশুতোষ সাধুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আশুতোষ সাধু সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বিসন্নপদ সাধুর ছেলে।

আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনু মালি জানান, অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় আশুতোষের মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের জিনিসপত্র লুটপাট করার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি রাতে অজ্ঞান পার্টির সদস্যরা শিক্ষক আশুতোষ সাধুর বাড়িতে এসে অজান্তে তাদের খাদ্যের পাত্রে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাদ্য খেয়ে রাত ৯টার দিকে সাধু ও তার স্ত্রী ঝর্ণা সাধু এবং তাদের মেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১১টার দিকে অজ্ঞান পার্টির সদস্য আশুতোষ সাধুর ঘরে প্রবেশ করে তাদের জিনিসপত্র লুটপাট করার সময় ঝর্ণা সাধু তাদের দেখতে পান। এরপর লুটপাটে বাধা দিলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আশুতোষের স্ত্রী ঝর্ণা দেখতে পান, তার স্বামীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

এর কিছুক্ষণ পর ঝর্ণা সাধু নিজে ও তার মেয়ে অসুস্থ হয়ে পড়েন।

রাতেই তাদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ সাধুর অবস্থার অবনতি হলে সোমবার খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান। তবে তার স্ত্রী ও মেয়ে বর্তমানে সুস্থ রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে আশুতোষ সাধুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দেননি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’