X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, পুলিশের দাবি ডাকাত

দিনাজপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০

বন্দুকযুদ্ধ

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন ডাকাত সদস্য নিহত এবং এসময় পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ আরও জানায়, নিহত দুই ডাকাত হলো- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০)।

আহত চার পুলিশ সদস্য হলেন- নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) রিমেল মানিক, কনস্টেবল তুষার ও কনস্টেবল কাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মঙ্গলবার রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীকে আটক করে পুলিশ। দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ভোরে নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে অভিযানে যায় পুলিশ। আটক দুই ডাকাত সদস্যের সহযোগীরা বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। ডাকাতদের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে ডাকাত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

আহত চার পুলিশ সদস্যকে পুলিশের নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নিহত দুই ডাকাতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!