X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

একচোখা নীতির অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪

চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কর্তৃপক্ষ একচোখা নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। রেলস্টেশন এলাকায় নগর বিএনপিকে সমাবেশ করার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই কথা বলেছেন তিনি। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের এখানে (নগর বিএনপির দলীয় কার্যালয়ে) অনুষ্ঠান করার কথা ছিল না। প্রশাসন একচোখা নীতি অবলম্বন করায় আমরা এখানে সমাবেশ করতে বাধ্য হয়েছি। মহানগর বিএনপির পক্ষ থেকে আমাকে রেলস্টেশনে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। পুলিশ সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে ডা. শাহাদাত হোসেন ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। নগর বিএনপির নেতাকর্মীরা বিএনপির এই প্রার্থীকে রেলস্টেশনেই সংবর্ধনা দিতে চেয়েছিলেন। পুলিশের অনুমতি না থাকায় পরে তারা নাসিমন ভবনে এই সমাবেশের আয়োজন করেন।

সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বিশাল আকারে সমাবেশ করার অনুমতি পায়। তখন নিরাপত্তার কোনও প্রশ্ন থাকে না। বিএনপির ক্ষেত্রে সব প্রশ্ন। প্রশাসন যে নিরপেক্ষ নয়, সেটি নির্বাচনের আগে আবারও প্রমাণ হলো।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্র আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন, আওয়ামী লীগ সবাই মিলেমিশে একাকার। নৌকার প্রতীক মানেই সাত খুন মাফ, নৌকার প্রতীক মানেই লালদীঘির মাঠে সমাবেশ, নৌকার প্রতীক মানেই রেলওয়ে চত্বরে সমাবেশ, যেখানে ইচ্ছা সেখানে সমাবেশ করার অনুমতি পায়। কিন্তু বিএনপি পায় না। আওয়ামী লীগ অনুমতি পেলে বিএনপি কেন পাবে না? আপনারা একচোখা নীতি পরিহার করে জনগণের পাশে দাঁড়ান।’

ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আপনারা দেখেছেন, জনগণ ভোটকেন্দ্রে যায়নি। ঢাকায় ৮০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষকে ভোটকেন্দ্রমুখী করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নৌকার প্রতীক মানেই বিজয়, এমন হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়ার এখন সময় হয়েছে। নির্বাচনের দিন স্ব স্ব সেন্টারে পাহারা দেবেন, নিজের ভোট নিজে দেবেন, অন্যকে উৎসাহিত করবেন।’

নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনহ নগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সর্বশেষ খবর
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান
সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান
বাসচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত
বাসচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত