X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে শিক্ষককে পিটুনি, বরখাস্তের পর তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ২০:৫৫আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৩৪

বরিশাল বরিশালের গৌরনদীতে পাঠদানের সময় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উজ্জল কুমার রায় নামে এক সহকারী শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেদাকুল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত উজ্জল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক ও সমরসিংহ গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

শিক্ষার্থীরা জানায়, শনিবার (৭ মার্চ) দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞান পড়াতে আসেন সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়। খাদ্যে আমিষ নিয়ে পাঠদানের সময় গরু খাওয়া নিয়ে কটূক্তি করেন তিনি। পরে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রবিবার সন্ধ্যা ৭টার দিকে মেদাকুল বাজারে উজ্জল কুমার এলে তাকে কিছু লোক মারধর করে। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ রাত সাড়ে ৮টায় তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে সোমবার সকাল ১০টায় মেদাকুল বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উজ্জল কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদকে আহ্বায়ক এবং ব্রজবাঁশি পোদ্দার, প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত ঘরামী, সহকারী শিক্ষক সমীর কুমার দে, হাফেজ আমানউল্লাহকে সদস্য করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই শিক্ষককে ৫৪ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উজ্জল কুমার রায় বলেন, ‘একটি কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার আরও ১৫৩৩
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার আরও ১৫৩৩
সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ
মৎস্য ভবন মোড় ঘিরে কর্মসূচিসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ
বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার মামলা
বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার মামলা
নিরপেক্ষতা নিয়ে এনসিপির উদ্বেগ: মন্তব্য করতে নারাজ ইসি
নিরপেক্ষতা নিয়ে এনসিপির উদ্বেগ: মন্তব্য করতে নারাজ ইসি
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ জুলাই ঐক্যের