X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনা: সীমিত সাধ্যে সর্বোচ্চ প্রস্তুতি চিকিৎসকদের

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৮ মার্চ ২০২০, ১৩:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:৩৯

করোনা: সীমিত সাধ্যে সর্বোচ্চ প্রস্তুতি চিকিৎসকদের

করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১২০ বেড প্রস্তুত করা হয়েছে। শিগগিরই নতুন ভবনে আরও অন্তত ৫০ বেড স্থাপন করা হবে। এছাড়াও শমিজেক, টিএমএসএস, রফাতউল্লাহসহ অন্যান্য হাসপাতালগুলোতেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, সীমিত সাধ্যেই সর্বোচ্চ সেবা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন চিকিৎসকরা। এখন নির্দেশ পেলেই রোগী ভর্তির ব্যবস্থা করা হবে। তবে চাহিদামতো সরঞ্জাম নেই বলেও অভিযোগ করেছেন তারা।

কর্তৃপক্ষ বলছেন,  চিকিৎসকদের জন্য পাঁচ হাজার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) চাওয়া হলেও শুক্রবার (২৭ মার্চ) বিকাল পর্যন্ত মিলেছে মাত্র একশ'টি। এছাড়াও সরবরাহ করা হয়নি করোনা শনাক্তকরণ কিট।

বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন

কাজল জানান, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালের পুরাতন ভবনে ইতোমধ্যে ১২০ বেড প্রস্তুত হয়েছে। শিগগিরই পেছনের নতুন চারতলা ভবনে আরও অন্তত ৫০ বেড স্থাপন করা হবে। চিকিৎসক ও নার্সদের চলাচলের সুবিধার্থে দুই বেডের মধ্যে ৫ ফুট করে ফাঁকা রাখা হয়েছে। আপাতত ১০ দিন চিকিৎসা দেওয়ার জন্য ৩০ সদস্যের একটি চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে। তিন জন চিকিৎসক ২৪ ঘণ্টা ডিউটি শেষে বাড়িতে ফিরে ১০ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকবেন। এই তিন চিকিৎসক সুস্থ থাকলে কোয়ারেন্টিন শেষে ফের প্যানেলে অন্তর্ভুক্ত হবেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের এই প্যানেলে রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক নার্স ও অন্যান্য স্টাফও প্রস্তুত রয়েছেন।

ডা. শফিক আমিন কাজল আরও জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য এক সেট ডিজিটাল এক্সরে মেশিন, ১০ বেডের আইসিইউ, ভাইরাস শনাক্তকরণ কিট, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, নেবুলাইজার, পাঁচ হাজার পিপিই, বায়োকেমিক্যাল অ্যানালাইজারসহ প্রয়োজনীয় সরঞ্জাম চাওয়া হয়েছে। তবে শুধু একশ' পিপিই পিস এসেছে। তবে এরপরও চিকিৎসকরা সেবা দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, পিপিই একশ' পিস এসেছে, শিগগিরই আরও ৩০০ পিস আসবে। শজিমেক হাসপাতাল থেকে দুটি ভেন্টিলেটর, দুই বেডের আইসিইউ আনা হচ্ছে। এছাড়া ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সবকিছু আছে। করোনা শনাক্তকরণ কিট বিভাগীয় পর্যায়ে এসেছে; শিগগিরই বগুড়ায়ও আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মোহাম্মদ আলী হাসপাতালে ১২০ বেড ছাড়াও বগুড়া শজিমেক হাসপাতালে আলাদা ১৪ বেড, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ২০ বেড, ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে ২৪ বেড প্রস্তুত রয়েছে। জেলার ১৭০টি ক্লিনিকে দুটি করে বেড রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ৬৪৯ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রস্তুত আছে।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস