X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যুর গুজব, কোয়ারেন্টিনে পরিবারের ৬ সদস্য

জয়পুরহাট প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৮:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:৫৪




জয়পুরহাট করোনায় মৃত্যুর গুজবে বেশ বেকায়দায় পড়ছেন সাধারণ মানুষ। লাশের জানাজা-দাফন থেকে শুরু করে এলাকায় বসবাসেও অনেক সমস্যা পোহাতে হচ্ছে মৃতের স্বজনদের। বৃহস্পতিবার (২ এপ্রিল) পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে এমনই ঘটনার শিকার হয়েছে এক পরিবার।

মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গ্রামের লালবাবু (৪৫) নামের এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে পরিবারের সদস্যরা বুধবার রাতে বগুড়ার উদ্দেশে রওনা হন। তবে পথে ওই লালবাবুর মৃত্যু হয়। পরের দিন সকাল থেকে গ্রামে রটে যায় করোনা আক্রান্তের লক্ষণ জ্বর সর্দি-কাশি-শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় মৃত্যু হয়েছে লালবাবুর। এ খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলেই স্থানীয় কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার মফিদুল ইসলাম খবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেনকে জানান। তিনিও করোনার বিষয়টি নিশ্চিত না করেই জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞাকে জানান। পরে সিভিল সার্জন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করতে ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম নিয়ে আসেন।

করোনায় মৃত্যুর খবর পেয়ে ওই গ্রামে যান উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ার, ওই ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মী। পরে স্বাস্থ্য বিভাগের টিম লালবাবুর নমুনা সংগ্রহ করেন।

তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিহতের পরিবার এবং কিছুদিন আগে চিকিৎসা নেওয়া চিকিৎসকের সঙ্গে কথা বলেন সিভিল সার্জন।

তারা জানান, মৃত্যুর আগে লালবাবুর জ্বর,সর্দি-কাশি বা শ্বাসকষ্টের কোনও লক্ষণ ছিল না। কোষ্ঠকাঠিন্য ও ক্যান্সারে আক্রান্ত ছিলেন লালবাবু। এরপর করোনায় আক্রান্ত হয়ে লালবাবুর মৃত্যুর খবরটি নিছক গুজব বলে নিশ্চিত হন সিভিল সার্জন। তিনি সংগ্রহ করা নমুনা আইইডিসিআরে পাঠানোর সিদ্ধান্তও বাতিল করেন।

তবে অধিক সচেতনতার অংশ হিসেবে লালবাবুর পরিবারের ৬ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

স্থানীয় চিকিৎসক দ্বিজেন্দ্রনাথ সরকার বলেন, ‘প্রায় ২০-২৫ দিন আগে লালবাবু আমার থেকে চিকিৎসা নিয়েছেন। লালবাবুর প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য ছিল। তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।’

সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহের পর পরিবার ও চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি গুজব বলে নিশ্চিত হয়ে তা আর ঢাকায় আইইডিসিআরে পাঠানো প্রয়োজন মনে করিনি। তবে এলাকার মানুষদের আতঙ্ক দূর ও অধিক সচেতনতার জন্য নিহতের পরিবারের ৬ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা