X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় রিকশাচালকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৯:১৪আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:২৩




বরিশাল বরিশালের গৌরনদী উপজেলায় শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তরবিল্ব গ্রামের বাসিন্দা হাসান ফকির (৪৫) মারা যান। তার মৃত্যুর পরেই এলাকায় করোনায় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে নমুনা সংগ্রহ করে প্রশাসনের সহায়তায় শুক্রবার (৩ এপ্রিল) সকালে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। মৃত হাসান ফকিরের পরিবার যাতে কোনও হেনস্তার শিকার না হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইয়্যেদ আমরুল্লাহ জানান, হাসান দীর্ঘদিন বক্ষব্যাধি রোগে ভুগছিলেন। এছাড়া গত দুইদিন তিনি ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। এ কারণে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। হাসান ব্র্যাকে বক্ষব্যাধির চিকিৎসা নিতেন।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাসানের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে কিছু মানুষ করোনায় মৃত্যর খবর ছড়ায়। এতে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ কারনে তার মরদেহ দাফনেও স্থানীয় অনেকে অনীহা প্রকাশ করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনা প্রশাসনের নজরে এলে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন ওই বাড়িতে গিয়ে গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয়দের সচেতন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতের জন্য নমুনা সংগ্রহ করেন। পরে পুলিশ ও কিছু এলাকাবাসীর সহায়তায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, মৃত্যুর কারণে ওই পরিবারটি যাতে খাদ্য সংকটে না ভোগে এবং স্থানীয় কারোর আক্রোশের শিকার না হয় সেদিকে নজর দিতে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?