X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নাটোরে মধ্যবিত্তদের দুর্ভোগ চরমে

নাটোর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২২:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:২৬

নাটোর করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে লকডাউন পরিস্থিতিতে নাটোরে চরম দুর্ভোগে পড়েছেন মধ্যবিত্তরা। এই জনগোষ্ঠি চক্ষুলজ্জা ও মান-সম্মানের ভয়ে একদিকে যেমন পারছে না সরকারি-বেসরকারি ত্রাণ নিতে, অপরদিকে তাদের আয় বন্ধ হওয়ায় নিদারুণ কষ্টে কাটছে দিন। পরিবার-পরিজন নিয়ে তারা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

সদর উপজেলার দিঘাপতিয়া বাজারের দোকানী শাহিন জানান, দিঘাপতিয়া বাজারে উত্তরা গণভবনের সামনে রয়েছে তার একটি পান-সিগারেটের দোকান। এর পাশাপাশি ওয়ারিশ সূত্রে তিনি পেয়েছেন প্রায় এক বিঘা জমি। জমি থেকে উৎপাদিত ফসলের পাশাপাশি তিনি এই দোকানের দ্রব্য বিক্রি করেই সংসার চালান। লকডাউন পরিস্থিতিতে তিনি দোকান খুলতে পারছেন না। নিম্নআয়ের মানুষ না হওয়ায় তিনি সরকারি ত্রাণে তালিকাভুক্ত নন। আবার বেসরকারিভাবেও তিনি কোনও সহযোগিতা নিতে পারছেন না। এমন অবস্থায় কারও কাছে সাহায্য চাওয়া বা বরাদ্দকৃত খাদ্য সামগ্রী নিতে হাত পাতা তার পক্ষে সম্ভব নয়। লকডাউন পরিস্থিতিতে একদিকে যেমন ব্যবসা বন্ধ, অন্যদিকে বাড়িতে সঞ্চিত খাবার ফুরিয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তিনি পড়েছেন চরম দুর্ভোগে।

সদর উপজেলার ভাটোদাঁড়া গ্রামের রাজমিস্ত্রী জামিল জানান, তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি পিতা-মাতা থেকে পাওয়া প্রায় এক বিঘা জমি লিজ দিয়ে সংসার নির্বাহ করেন। তার এক ছেলে অনার্স পড়ুয়া। অপর ছেলে মাদ্রাসায় ও মেয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। লকডাউন পরিস্থিতিতে কাজ না থাকায় সংসার নির্বাহ করা নিয়ে তিনি পড়েছেন সমস্যায়। না পারছেন ত্রাণ নিতে, না পারছেন আয় করে সংসার চালাতে।

জেলা পর্যায়ে কর্মরত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সাংবাদিকতা করে যে সামান্য সম্মানী পান তা দিয়ে সংসার চালাতেন। লকডাউন পরিস্থিতিতে অফিস থেকে সম্মানী পাচ্ছেন না। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেলের তেল কেনার পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেশি হওয়ায় এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সমাজের সম্মানিত মানুষ হিসেবে কারও কাছে কোনও সহযোগিতা চাইতে পারছেন না, আবার সংসার চালানোর অর্থও পাচ্ছেন না।

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার এলাকার মধ্যবিত্তদের একইরকম চিত্র উল্লেখ করে জানান, সরকারি পক্ষ থেকে মধ্যবিত্তদের জন্য কোনও বরাদ্দ না থাকায় তারা অসহায়।

এ ব্যাপারে নাটোর রাণীভবানী স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন কুমার দাস জানান, বিষয়টি উপলব্ধি করে তারা ক্লাবের পক্ষ থেকে এসব মধ্যবিত্তদের সহযোগিতা শুরু করেছেন। শুক্রবার রাতের আঁধারে এমন ৪শ’ মধ্যবিত্ত পরিবারের মাঝে সামান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। তবে তাদের পাশাপাশি অন্যান্য সামাজিক -সাংস্কৃতিক সংগঠন ও সরকারিভাবে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে