X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

১০ টাকা দরের চারশ’ বস্তা চাল নিয়ে নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২২:৩২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:৩৮

১০ টাকা দরের  চারশ’ বস্তা চাল নিয়ে নৌকাডুবি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪শ’ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্প্রিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে চালের ডিলার মো. জিয়াউদ্দিন নিয়ে যাচ্ছিলেন। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নবীনগর খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে পাঁচশ’ ২৮ বস্তা চাল বীরগাঁও গ্রামে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় একশ’ ২৮ বস্তা ও আরেকটিতে চারশ’ বস্তা চাল নেওয়া হয়। চারশ’ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, চারশ’ বস্তায় ৩০ কেজি করে ১২ মেট্রিকটন চাল ছিল। খাদ্যগুদাম থেকে ডিলারের কাছে হস্তান্তরের পর এ দায় সংশ্লিষ্ট ডিলারকে বহন করতে হবে বলে জানান তিনি।

এদিকে নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুল হুদাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তাদেরকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, খাদ্য গুদাম থেকে ছাড় পত্র পাওয়ার পর পণ্য বহনের দায় সংশ্লিষ্ট ডিলারের। চারশ’ বস্তায় ৩০ কেজি করে চাল ছিল ১২ মেট্রিকটন। চালগুলো যেভাবে গরীব মানুষগুলোর মধ্যে বিতরণ করার নিয়ম ছিল, ঠিক সেভাবেই নতুন করে চাল ক্রয় করে সরকারি কর্মকর্তার উপস্থিতিতে চালগুলো বিতরণ করতে হবে। তার ভিজে যাওয়া চাল ডিলার কি করবেন সেটা তার নিজস্ব ব্যাপার।

তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিলারের সাথে একাধিকবার যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে