X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১০ টাকা দরের চারশ’ বস্তা চাল নিয়ে নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২২:৩২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:৩৮

১০ টাকা দরের  চারশ’ বস্তা চাল নিয়ে নৌকাডুবি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪শ’ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্প্রিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে চালের ডিলার মো. জিয়াউদ্দিন নিয়ে যাচ্ছিলেন। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নবীনগর খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে পাঁচশ’ ২৮ বস্তা চাল বীরগাঁও গ্রামে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় একশ’ ২৮ বস্তা ও আরেকটিতে চারশ’ বস্তা চাল নেওয়া হয়। চারশ’ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, চারশ’ বস্তায় ৩০ কেজি করে ১২ মেট্রিকটন চাল ছিল। খাদ্যগুদাম থেকে ডিলারের কাছে হস্তান্তরের পর এ দায় সংশ্লিষ্ট ডিলারকে বহন করতে হবে বলে জানান তিনি।

এদিকে নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুল হুদাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তাদেরকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, খাদ্য গুদাম থেকে ছাড় পত্র পাওয়ার পর পণ্য বহনের দায় সংশ্লিষ্ট ডিলারের। চারশ’ বস্তায় ৩০ কেজি করে চাল ছিল ১২ মেট্রিকটন। চালগুলো যেভাবে গরীব মানুষগুলোর মধ্যে বিতরণ করার নিয়ম ছিল, ঠিক সেভাবেই নতুন করে চাল ক্রয় করে সরকারি কর্মকর্তার উপস্থিতিতে চালগুলো বিতরণ করতে হবে। তার ভিজে যাওয়া চাল ডিলার কি করবেন সেটা তার নিজস্ব ব্যাপার।

তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিলারের সাথে একাধিকবার যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ