X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

তিন জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ ব্যক্তির মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২০, ২২:৫২আপডেট : ১৩ জুন ২০২০, ২২:৫২

বিদ্যুৎস্পৃষ্ট

নড়াইল, দিনাজপুর ও বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে নড়াইলে স্বামী-স্ত্রী, দিনাজপুরে এক শ্রমিক ও বান্দরবানে এক যুবক মারা গেছেন।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোশারেফ সিকদার মুসা (৫৫) ও তার স্ত্রী শিরিনা বেগমের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ঘরে বিদ্যুতের তারে ছিদ্র থাকায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়েছে তা বুঝতে পারেনি মোশারেফ সিকদার।  শনিবার সকালে ঘরের মধ্যে ধানের বস্তা মাথায় ওঠাচ্ছিলেন তিনি। সেসময় টিনের সঙ্গে স্পর্শ ঘটে তার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার স্ত্রী শিরিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) সজিব মোল্যাও এ তথ্য জানিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার খানসামায় বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় শামীম ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম ইসলাম দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারের সাদেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০/১২ জন শ্রমিক মিলে সেখানে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ করছিল। এর মধ্যে শামীম ইসলাম পাশের খুঁটির তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা অ্যান্ড সন্স এর স্বত্তাধিকারী ফরিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত শ্রমিক আমার ভাতিজা। খুঁটি পরিবর্তন করতে গিয়ে পাশের খুঁটির তারের সঙ্গে লেগে সে ঘটনাস্থলে মারা গেছে।

এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি দুঃখজনক। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার বিষয়ে আমাদের কিছু জানায়নি।

বান্দরবান প্রতিনিধি জানান, জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকায় হাতি থেকে রক্ষা পাওয়ার জন্য লাগানো বিদ্যুতের ফাঁদে পড়ে মো. আব্দুর রহিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাগান এবং প্রজেক্টের নিরাপত্তা নিশ্চিত করতে ও হাতির আক্রমণ থে‌কে রক্ষা পেতে প্রজেক্ট এলাকার সীমানায়  বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। শুক্রবার রাতে

ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (২১)  বাড়িতে গরু ফিরে না আসায় তার গরু খুঁজতে যায়। এসময় ঘটনাক্রমে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঞ্চে দুই তরুণীকে মারধর করা আসামি জিহাদ রিমান্ডে
লঞ্চে দুই তরুণীকে মারধর করা আসামি জিহাদ রিমান্ডে
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা