X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুন ২০২০, ০১:০৫আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:৪১

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার ফালু খানের ছেলে গার্মেন্টের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম গফুর (৫৪) ও  লালমনিরহাট সদর উপজেলার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৬)।

বুধবার (১৭ জুন) সকালে গফুর আর মঙ্গলবার দিবাগত রাতে (১৬ জুন) আলেয়া বেগম মারা যান।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলেয়া বেগমের স্বামী সেকেন্দার আলীও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।                        

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজিদ হোসেন খান বলেন, সিভিল সার্জনের পরামর্শ নিয়ে মৃত নজরুল ইসলাম গফুরের বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন নমুনা রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। 

গফুরের ছেলে সাঈদ হাসান বলেন, আমার বাবা গাজীপুরের হোতাপাড়ায় 'ওয়ান কম্পোজিট মিলস লিমিটেড'-এর নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুন বাড়িতে আসেন। এসে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে বুধবার আবাওর অসুস্থ হয়ে সকালে তিনি মারা যান।

অন্যদিকে, লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ দোলন বলেন, গত ১৫ জুন পৌর শহরের খোচাবাড়ী এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর ১৬ জুন তার স্ত্রী আলেয়া বেগম, তিন ছেলে, ছেলের স্ত্রী ও গৃহপরিচারিকাসহ ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু নমুনা সংগ্রহ করার পর অসুস্থতা বেশি হলে তার স্ত্রী আলেয়া বেগমকে রংপুরে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  স্বাস্থ্যবিধি মেনে বুধবার বিকালে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সেকেন্দার আলী বলেন, আমার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর স্ত্রী আলেয়া বেগমসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে আমার স্ত্রী আলেয়া বেগমের শ্বাসকষ্ট বেড়ে যায়। তার ওজন বেশি ছিল, এ কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টে কর্মরত নজরুল ইসলাম গফুর গত ৫ জুন গাজীপুরের হোতাপাড়া থেকে কালীগঞ্জের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার নিজ বাড়িতে ফেরেন। ওই ব্যক্তি অ্যাজমা, হাইপ্রেসার ও স্কেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। এছাড়া লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী আলেয়া বেগম শ্বাসকষ্ট ও অ্যাজমায় ভুগছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। নজরুলের লাশ পারিবারিক কবরস্থানে এবং আলেয়ার লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। উভয় পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।    

উল্লেখ্য, করোনাভাইরাসেআক্রান্ত ও উপসর্গ নিয়ে লালমনিরহাটে তিন ব্যক্তির মৃত্যু হলো।  ৯ জুন প্রথম উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান  হাতীবান্ধা উপজেলার কেরামত আলী। গত ১৩ জুন পাওয়া রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।  এছাড়া ১৬ জুন পর্যন্ত ১৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১১৯১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ৬৭ জন করোনা পজেটিভ শনাক্ত ১ জনের মৃত্যু হয়েছে। ৩৮ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। ২৯ জন করোনা পজিটিভ ব্যক্তি নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ