X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আগুন

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০২০, ২২:০৫আপডেট : ২২ জুন ২০২০, ২৩:২২

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রোগীরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত রোগী ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের বাইরে চলে আসে। যদিও তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ হলে সবাই আবার ওয়ার্ডে ফিরে যান। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আবুল কালাম জানান, করোনা ওয়ার্ডের নিচতলার সুইসবোর্ডে রাত ৮টার দিকে দুইবার শর্টসার্কিট হয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। তবে আগুন ছড়ায়নি বা কোনও ওয়ার্ডেও প্রবেশ করেনি। মুহূর্তের মধ্যে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগী বাইরে নেমে আসেন। তাদের দেখাদেখি অন্যরাও ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বোর্ড মেরামতের কাজ শুরু করেন। পরে রোগীরা আবার ওয়ার্ডে ফিরে যান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, করোনা ওয়ার্ডে প্রায় ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার গরম পানির প্রয়োজন হয়। এ কারণে তারা সবাই সেখানে বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। একসঙ্গে অনেকে বৈদ্যুতিক হিটার ব্যবহার করায় মিটার চাপ নিতে পারেনি। এ কারণে মিটারের প্যানেল বোর্ডে ফায়ার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়। কোনও কক্ষে আগুন প্রবেশ করেনি। কোনও হতাহতও নেই।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বিদ্যুৎ লোড নিতে না পারায় শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি বের হয়। তবে তাৎক্ষণিক তা নিভে যায়।

পরিচালক আরও জানান, মেডিক্যালে নিজস্ব ৬০ কেভি ধারণক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। কিন্তু চলমান রয়েছে ৩৯ টন এসি, হিটার, ভেন্টিলেশনসহ বিভিন্ন ধরনের মেশিনারি, যা ট্রান্সফরমারের লোডের বাইরে। এ কারণে ওই ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি গণপূর্তকে অবহিত করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান