X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাংকের শাখা সরেছে এক যুগ আগে, এখনও আটক আছে বন্দুকসহ বহু দলিল

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
০৫ জুলাই ২০২০, ০৮:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১০:৫৪

বগুড়ার সোনাতলায় এই ভবনটিতেই এক যুগ আগে ছিল সোনালী ব্যাংকের শাখা। শাখাটি চালুর দাবিতে এখনও সেখানে আটকে রাখা আছে একটি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দলিল। (ছবি: প্রতিনিধি)

বগুড়ার সোনাতলা উপজেলায় সোনালী ব্যাংক হরিখালী হাট শাখা স্থানান্তর হয়েছে এক যুগ আগে। কিন্তু, সেখানে ব্যাংকের একটি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার কৃষকের জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র আটকে রাখা হয়েছে। ওই এলাকায় ব্যাংকের একটি শাখার দাবিতে এলাকাবাসীরা এসব আনতে বাধা দিয়ে আসছেন। তবে এ কারণে গভীর সমস্যায় পড়েছে স্থানীয় হরিখালী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে চলছিল ব্যাংকটির কার্যক্রম। ব্যাংক শাখা গুটিয়ে চলে গেলেও তাদের মালামাল সেখানে পড়ে থাকায় দীর্ঘ এক যুগ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ না পাচ্ছে ভাড়া, না পারছে ওই ভবনে ক্লাস নিতে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১৯৭৯ সালে বগুড়ার সোনাতলার হরিখালীতে সোনালী ব্যাংকের শাখা প্রতিষ্ঠার অনুমোদন দেয়। তবে হরিখালী উচ্চ বিদ্যালয়ের কাছে ভাড়া নেওয়া ওই শাখায় দীর্ঘদিন লোকসান হচ্ছিল ব্যাংকটির। ফলে শাখাটি স্থানান্তর করে কর্তৃপক্ষ। ২০০৮ সালের ২৫ ডিসেম্বর শাখাটি একই উপজেলার সৈয়দ আহাম্মদ কলেজ স্টেশনে স্থানান্তর করা হয়। এর এক বছর পর ২০০৯ সালের ২৫ ডিসেম্বর সোনালী ব্যাংক সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন শাখার নামকরণ করে ব্যাংকটির কার্যক্রম পুনরায় শুরু হয়। কিন্তু, স্থানান্তরের বিষয়টিকে সহজভাবে নেননি এলাকাবাসী। ওই স্থানে শাখার কার্যক্রম বহাল রাখার দাবিতে ব্যাংকটি স্থানান্তরের সময় তারা বাধা দেন। এ কারণে হরিখালীর ওই পুরাতন ভবন থেকে একটি আগ্নেয়াস্ত্র, মূল্যবান কাগজপত্র ও দুই হাজার কৃষকের দলিল আনতে পারেনি ব্যাংকটির ওই শাখার তদানীন্তন কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ এক যুগ ধরেই এলাকাবাসীর বাধায় সেসব মালামাল ও দলিল ওভাবেই পড়ে রয়েছে। স্থানীয়রা এখন সেখানে সোনালী ব্যাংকের একটি শাখা দাবি করে আসছেন।

তবে বাংকের শাখার যেমন দাবি আছে তেমনই ব্যাংকে বন্ধকি ঋণের কারণে জমা রাখা দলিল ঋণ পরিশোধের পর ফেরত পাওয়ার দাবি রয়েছে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষের। অনেকেই ঋণ শোধ করলেও সেসব দলিল ওখানে আটকে রাখায় ফেরত না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন।

সোনালী ব্যাংক

সোনাতলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোনালী ব্যাংক হাঁসরাজ বন্দর শাখা নামে আরেকটি শাখা স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

করমজা এলাকার কৃষক শামছুল আলম জানান, ব্যাংকের ঋণ পরিশোধ করার পরেও জমির দলিলপত্র ফেরত পাওয়া যায়নি। দলিলটা খুব দরকার।

এ ধরনের অভিযোগ এলাকার শত শত মানুষের।

হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১৯৭৯ সাল থেকে বিদ্যালয়ের দ্বিতল একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০০৮ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যায়। এখন ব্যাংকের কাছে মাসিক ভাড়া পাওয়া যাচ্ছে না আবার ওই ভবনে ক্লাস নেওয়াও সম্ভব হচ্ছে না। এ সমস্যার জরুরি নিষ্পত্তি দরকার।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, হরিখালীর ওই ভবনে ব্যাংকের একটি আগ্নেয়াস্ত্র, মূল্যবান কাগজপত্র, ফার্নিচার ও প্রায় দুই হাজার কৃষকের দলিলপত্র আটকা রয়েছে। অচিরেই হরিখালী এলাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

তিনি ব্যাংকের আটকে রাখা জিনিসপত্র ফেরত দিতে এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা