X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘আগে কোরবানির দু’মাস আগেই অর্ডার থাকতো, এবার কেউ খোঁজ নিচ্ছে না’

মাজহারুল হক লিপু, মাগুরা
০৭ জুলাই ২০২০, ১৮:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৯:২৪

ঈদকে সামনে রেখে গরু প্রতিপালন করছেন মাগুরার খামারিরা

করোনা পরিস্থিতিতে কোরবানির গরু নিয়ে শঙ্কায় পড়ছেন মাগুরার খামারিরা। করোনার কারণে একদিকে গরুর দাম কমে যেতে পারে এমন আশঙ্কা তো আছেই পাশাপাশি গোখাদ্যের দাম বৃদ্ধি চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় খামারিদের। অন্যবছরগুলোতে কোরবানির দু’মাস আগেই খামারিরা গরু পাঠানোর অর্ডার (চাহিদাপত্র) পেলেও এবার এখনও কোনওপক্ষ যোগাযোগ না করায় ভীষণ উদ্বেগে পড়েছেন তারা।

মাগুরা পশু সম্পদ বিভাগ সূত্র জানিয়েছে, এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে ১৫ হাজার ১৪৭টি গরু মোটাতাজাকরণের আওতায় আছে। তবে লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ২০০টি। এর অর্থ প্রায় ৬ হাজার অতিরিক্ত গরু মোটাতাজা করা হয়েছে যা ঈদের হাটে ওঠার অপেক্ষায়।

তবে খামারিদের শঙ্কা এবার করোনার কারণে মানুষের আয় কমে যাওয়ায় গতবছরের তুলনায় কম কোরবানির পশু বিকি হবে। তারা জানান, গত বছর জেলায় ৩৪ হাজার গরু কোরবানি দেওয়া হলেও এ বছর ১০ হাজারের বেশি গরু কোরবানি হবে বলে মনে হয় না।

মাগুরায় একটি খামারে গরু প্রতিপালন

মহম্মদপুর উপজেলার মৌলি গ্রামের খামারি বদিরুজ্জামান বুলবুল বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে আমি ৩০টি গরু মোটাতাজাকরণের জন্য পালন করছি। এ বাবদ আমার প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়ে গেছে। অন্যবার ঢাকা, চট্টগ্রাম থেকে দু’মাস আগে থেকেই অর্ডার আসতো। করোনার আগে তারা আড়াই লাখ টাকায় একটি গরু কিনতে চেয়েছে। আমি রাজি হইনি। অথচ এখন কেউ যোগাযোগ করছে না।

মাগুরা সদরের পারলা এলাকার শুকুর মিয়া বলেন, আগে যে খড় কিনতাম ১০০০ টাকায় এখন তার দাম ৩০০০ টাকা। ২৮ টাকা কেজির ভুসি বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে। তেলের খৈল ৩৫ টাকা কেজি থেকে বেড়ে এ বছর ৪৫ টাকা হয়েছে। গত তিনমাসে খরচ অনেক বেড়ে গেছে। অথচ এবার গরুর চাহিদা খুব কম। আমি দুটি গরু মোটাতাজা করছি। এর পেছনে এক লাখ টাকা খরচ হয়ে গেছে। জানি না খরচের টাকা উঠবে কিনা।

মাগুরার একটি খামারে গরুর যত্ন নেওয়া হচ্ছে।

সদর উপজেলার কছুন্দি গ্রামের খামারি শরিফুল ইসলাম বলেন, এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক লাখ টাকা দিয়ে দুটি গরু কিনেছি। খাদ্য বাবদ আরও ২০ হাজার টাকা খরচ করেছি। বিক্রি করে যদি লোকসান হয় ঋণ শোধ করবো কিভাবে?

মাগুরার কৃষি ও প্রকৃতি বিষয়ক বেসরকারি সংস্থা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু বলেন, সরকার করোনায় বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে। কিন্তু গরু খামারিদের জন্য এখন পর্যন্ত কোনও প্রণোদনার ঘোষণা আসেনি। গরু খামারিদের বাঁচাতে সরকারকে বিশেষ নজর দিতে হবে।

তবে বাংলাদেশ কৃষি ব্যাংক, মাগুরার আঞ্চলিক কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, সরকার ইতোমধ্যেই খামারিদের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা তাদের জন্য প্রস্তুত।

 

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
রাইস কুকারে রান্না করতে গিয়ে মা-মেয়ের মৃত্যু
উপদেষ্টার নির্দেশে উদ্ধার হলো বানরছানা
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি