X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটকের ৫ দিন পর ছাড়া পেলেন ঢাবি শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২০:৪১আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৪২

আটক কক্সবাজারে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে আটকের পাঁচ দিন পর ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন। অভিযোগের সত্যতা না মেলায় তাদের ছেড়ে দেওয়া হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে তাদের কক্সবাজার জেলা ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  বিষয়টি নিশ্চিত করছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মানস বড়ুয়া।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালীর নিজ বাড়ি থেকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করে রেদওয়ান ফরহাদকে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পরদিন শুক্রবার আটক হন তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।

মানস বড়ুয়া বলেন, ‘গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত শুক্রবার ডিবির একটি দল অভিযান চালিয়ে রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খানকে আটক করে। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ ছিল।  অবশ্য, জিজ্ঞাসাবাদে এর সত্যতা মেলেনি।’

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়ার নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকালে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে তুলে নেয় ডিবি পুলিশ।

রেদওয়ান ফরহাদের বড় ভাই মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদা-পোশাকে সাত-আটজন লোক শুক্রবার বিকালে বাড়িতে ঢুকে তার ছোট ভাই রেদওয়ানকে নিয়ে যান। আগের দিন বৃহস্পতিবার বিকালে তার আরেক ভাই রাশেদকে একই কায়দায় তুলে নেওয়া হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে