নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৩ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা নিহত এক জেলের মরদেহসহ আরও ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
নিহত মো. রায়হান (২৫) উপজেলার বুড়ির চর ইউনিয়নের খবির উদ্দিন এর ছেলে।
বুধবার (২৯ জুলাই) ভোরে হাতিয়ার রহমত খাল নামকস্থান হতে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকার পাশে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুপুর ২টায় উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বলেন, মাছ ধরার ট্রলারটি বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে বৈরি আবহাওয়ার মুখে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।
পরে, মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা মো. রায়হান নামে এক জেলের মরদেহসহ আরও ১২জন জেলেকে জীবিত উদ্ধার করে।