X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৭:৪১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৫৭

কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতের নাম আখিরুল ইসলাম (২২)। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা সীমান্তের ১০৫২-১০৫৩ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক এ তথ্য জানিয়েছেন। তবে বিজিবি এখনও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

নিহত আখিরুল ইসলাম চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানিয়েছেন চেয়ারম্যান শামসুল হক।

ওই সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের জামালপুর হেড কোয়ার্টার সূত্র এমন খবর পাওয়ার কথা জানালেও বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে  দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এবং মধ্যরাত দেড়টার দিকে চরইটালুকান্দা সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রথম দফায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও পরের দফায় আখিরুল ইসলাম নামে চরইটালুকান্দা গ্রামের এক যুবকের নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে ওই যুবকের বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত আইনগত ঝামেলা এড়াতে তারা মরদেহ নিয়ে গা ঢাকা দিয়েছে।

সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পথে গরু পারাপারের সময় গুলি ছোড়ে বিএসএফ। এতে আখিরুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তার সঙ্গীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদের সঙ্গে বুধবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে জানানো হয়, বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি’র টহল দল পাঠানো হয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের সমস্যা থাকায় খবরটি এখনও (বিকাল ৫টা) নিশ্চিত হওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস