X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ-মিশুক মনির নিহতের ৯ বছর

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ১৭:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৭:৪১

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ-মিশুক মনির নিহতের ৯ বছর

আজ থেকে ৯ বছর আগে ২০১১ সালের এই দিন সকালে 'কাগুজের ফুল' সিনেমার শ্যুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফেরার পথে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীরসহ প্রডাকশন সহকারী ওয়াসিম, জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ পাঁচ জন নিহত হন। আহত হন মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

জানা যায়, ২০১১ সালের ১৩ আগস্টের সকাল ১০টার দিকে মুষলধারে বৃষ্টির হচ্ছিলো। তখন ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় তাদের বহন করা মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে সংর্ঘষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জন।

পরে স্থানীয় উদ্যোগে দুর্ঘটনাস্থলের পাশেই নির্মিত হয় স্মৃতিফলক। ২০১১ সালের পর থেকে প্রতিবছর ওই স্মৃতি ফলকে ফুল দিয়ে নিহতদের স্মরণ করছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন-আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ-মিশুক মনির নিহতের ৯ বছর

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন তারেক মাসুদ ও মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ মানিকগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন কচি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মিশুক মুনীর ও তারেক মাসুদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন, সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, সহকারী অধ্যাপক ডিএম নাসিম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল ঘোষ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক পারভেজ বাবুল প্রমুখ ।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউসুল হাসান মারুফ জানান, ২০১১ সালেও ওই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত স্থানে রাস্তা প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ করা হয়েছে। অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কে ইতোমধ্যে ফোর লেনের কাজ দ্রুত গতিতে চলছে। এই সড়কটি ফোর লেন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।


 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি