X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নিবন্ধন আবেদন করেনি খুলনার ৮৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১২:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:৫৭

নিবন্ধন আবেদন করেনি খুলনার ৮৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রবিবার পর্যন্ত সময় দেওয়ার পরও খুলনার ৮৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের আবেদন করেনি। এর মধ্যে মহানগরীর মধ্যে রয়েছে ১০টি ক্লিনিক ও ছয়টি ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া রয়েছে জেলার অন্যান্য এলাকার আরও ২৫টি ক্লিনিক ও ৪২টি ডায়াগনস্টিক সেন্টার। খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদা সুলতানা জানান, অধিদফতরের নির্দেশনা পেলে নিবন্ধনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক বন্ধে অভিযান শুরু হবে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মহানগরীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক রয়েছে ১৯৪টি। এর মধ্যে ৭৬টি ক্লিনিক ও ১১৮টি ডায়াগনস্টিক সেন্টার। মহানগরীতে নতুন প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের আবেদন করেছে পাঁচটি ক্লিনিক ও ৩৩টি ডায়াগনস্টিক সেন্টার। গত ২৩ আগস্ট পর্যন্ত মহানগরীর ৬৬ প্রতিষ্ঠানের অনলাইনে নিবন্ধনের আবেদন সরেজমিনে যাচাই-বাছাই করা হয়।

খুলনা সিভিল সার্জনের আওতায় উপজেলায় বেসরকারি ক্লিনিক আছে ৫০টি। এর মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন করেছে ২৫টি। আর ৭৬টি ডায়াগনস্টিকের মধ্যে নবায়নের আবেদন করেছে ৩৪টি।

জানা গেছে, বেশির ভাগ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ না থাকায় তাদের নিবন্ধন নবায়ন করতে চায় না। তবে হাসপাতাল মালিকদের দাবি, ২০১৮ সালের পর থেকে অতিরিক্ত নিবন্ধন ফি, বিভাগীয় পর্যায়ে নিবন্ধন নবায়নের ক্ষমতা বাতিল এবং স্বাস্থ্য অধিদফতরের নবায়নে ধীর গতিতে অনেক প্রতিষ্ঠান নিবন্ধনহীন অবস্থায় রয়েছে।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি ডা. গাজী মিজানুর রহমান জানান, ২০১৮ সাল থেকে নিবন্ধন ও নবায়ন ফি অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি মেডিক্যাল কলেজে, ডায়াগনস্টিক প্যাথলজির নিবন্ধন ও নবায়ন ফি প্রায় ৪০ গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া নিবন্ধন নবায়নের ক্ষমতা বিভাগীয় পর্যায় থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদফতরকে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে অনলাইনে আবেদনের পর তা দীর্ঘদিন ঝুলে থাকে। সারাদেশের হাসপাতাল-ক্লিনিকের চাপ তারা নিতে পারে না। এ কারণে ২০১৮ সালের পর থেকে খুলনার অনেক হাসপাতাল-ক্লিনিকের নিবন্ধন নবায়ন করা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সব হলের গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবির সব হলের গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে: প্রধান উপদেষ্টা
জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’