X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের জেল-জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

আটক ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক শহিদুল রহমান মুন্সীগঞ্জে শহিদুল রহমান নামে এক ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসককে আটক করে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারে মেসার্স রতন ব্রাদার্স নামে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি এক শিশুকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করে উপজেলা প্রশাসন ও র‍্যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে শহিদুল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করছিল। এছাড়া নাক, কান, গলা, হাড় এবং মা ও শিশু রোগসহ বেশকিছু বিভাগে বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে আসছিল। সে সিরাজদিখান উপজেলায় বসবাস করছিল। তার বাড়ি জামালপুর জেলাতে। ভুল চিকিৎসা দেওয়া এবং চিকিৎসক হিসেবে কোনও অনুমোদিত কাগজপত্র না থাকায় তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সে যেই দোকানে ছিল সেখানে সতর্ক করা হয়েছে এবং মুচলেকাও নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার জানান, ভুয়া চিকিৎসক শহিদুল কাগজপত্র দেখাতে পারেনি। তার কাছে চিকিৎসা সংক্রান্ত কোনও সনদ ছিল না। বেজগাও এলাকাতেও সে একটি ফার্মেসিতে রোগী দেখে আসছিল। সর্বশেষ একজন শিশুকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করে ফেলে। এখন শিশুটি মুমূর্ষু অবস্থায় আছে। শিশুটির মা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, শিশুটি ঢাকার একটি সরকারি হাসপাতালে গেলে সেখান থেকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে অবস্থা খারাপ হওয়ার কথা জানানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে