X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাগরে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫০

ট্রলার ডুবি



ভোলার লালমোহন থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়ে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে। উদ্ধার হয়েছে ৯ জেলে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই জেলে হলো লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতিরখাল এলাকার মো. শাজাহানের ছেলে বেল্লাল ও ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে সুমন। বুধবার পর্যন্ত নিখোঁজ ট্রলার ও জেলেদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার রাতে মেঘনা নদী সংলগ্ন লালমোহন ধলীগৌরগর ইউনিয়নের বাতিরখাল ঘাট থেকে স্থানীয় সামছুদ্দিন মাঝির মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। ট্রলারটি সমুদ্র থেকে ভোর রাতে মাছ ধরে ফেরার পথে বালিয়া নামক স্থানে প্রবল ঢেউয়ের কবলে পরে কাত হয়ে উল্টে যায়। এতে মোট ১১ জন মাঝি মাল্লা ছিল। ৯ জনকে পাশের একটি ট্রলার উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা বেল্লাল ও সুমনকে আর পাওয়া যায়নি। কেবিনে আটকা পড়ে তারা ট্রলারের সঙ্গে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফারুক জানান, বাতিরখাল থেকে ছেড়ে যাওয়া একটি মাছ ধরা ট্রলার দক্ষিণে সমুদ্রে গিয়ে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘাট এলাকায় গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এতে ২ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তারা ট্রলারের কেবিনে ছিলেন।
নিখোঁজ সুমনের মামা জসিম মাস্টার জানান, ডুবে যাওয়া ট্রলারটির মাঝি ছিলেন রফিক মাঝি। তিনি নতুন। যার কারণে সমুদ্রে গিয়ে ঢেউয়ের সাথে লড়াই করতে পারেনি। কোনও বয়াও ছিল না। মঙ্গলসিকদার থেকে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে ঘটনাস্থলে যেতে। সেখানে গিয়ে নিখোঁজদের খুঁজতে কোনও সহযোগিতা করছে না ট্রলারের মালিক।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী