X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাড়ির উঠান খুঁড়ে পাওয়া গেলো নিখোঁজ গৃহবধূর লাশ

কক্সবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১৪:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:০৪

আফরোজা কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর গৃহবধূ আফরোজার লাশ শ্বশুরবাড়ির উঠানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের ওই গৃহবধূ গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর স্বামীর বাড়ির উঠান খুঁড়ে মহেশখালী থানা পুলিশ শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টায় তার লাশ উদ্ধার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই এ তথ্য নিশ্চি করেন।

নিহত আফরোজা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. ইসহাকের মেয়ে।

রাকিব হাসান বাপ্পি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের ছেলে বদরখালী কলেজের খণ্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। এর জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে মামলায় আপসের মাধ্যমে আফরোজাকে বাড়িতে নিয়ে যায় বাপ্পি। এরই মধ্যে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান তার পুত্রবধূ নিখোঁজ হয়েছে বলে আফরোজার বাবার বাড়িতে খবর দেয়। নিখোঁজের এই খবর আফরোজার বাবার পরিবার মহেশখালী থানায় অবগত করে এবং পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। 

অপরদিকে আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পি আত্মগোপন করে। এ নিয়ে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হয়।

এদিকে গোপন সূত্রে খবর পেয়ে এবং বাপ্পির তালাক দেওয়া প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া শিশুকন্যার তথ্য মতে মহেশখালী থানা পুলিশ শনিবার বিকাল থেকে মহেশখালী উপজেলার উত্তর নলবিলা এলাকায় অভিযান চালায়। রাত ১১টার দিকে পুলিশ আফরোজার শ্বশুরবাড়ির উঠানের এক কোনায় মাটি খুঁড়ে আফরোজার লাশ উদ্ধার করে।

ওসি জানান, গভীর রাতে নিখোঁজ আফরোজার মরদেহ তার স্বামী বাপ্পির বাড়ির উঠানে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয়। আফরোজাকে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। আজ (রবিবার) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনার পর আফরোজার স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পালিয়ে গেছে বলে জানা গেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা