X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১৯:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৯:৫০

মুত্তাকিন আহমদ রায়হান  
ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের উপজেলার বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। তার নাম মুত্তাকিন আহমদ রায়হান (২৩)। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবার সহ পুরো উপজেলা শোকের ছায়া নেমেছে।

নিহতের পারিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

রায়হানকে হত্যার দৃশ্য সাওপাওলো শহরের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়।

তবে কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা।

এদিকে খবর পেয়ে ব্রাজিলের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ।

কয়েকজন ব্রাজিল প্রবাসী রায়হানের পরিবার ও গ্রামের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলেন। তারা জানান, রায়হান খুব ভালো ছেলে ছিল। মাঝেমধ্যে তাদের সাথে ওর দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে ট্যাক্সি চালিয়ে রোজগার করতো। শুক্রবার রাতেও সে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল।

তবে রায়হানকে খুনের দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে দেখলেও কারণ তারাও বলতে পারেননি। 

এ বিষয়টি নিশ্চিত করেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। তিনি জানান, খবর পেয়ে তিনি রায়হানের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়াও কয়েকজন ব্রাজিল প্রবাসীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে জানান।

রায়হানরা ২ ভাই ও ৩ বোন। সে কয়েক বছর আগে ব্রাজিলে গিয়েছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে