X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেলো দুজনের

রাজশাহী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৫:১০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৫:১৭

রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর ও মোহনপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্গাপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হন। আর মোহনপুরে বিদিরপুর বাজারে মহাসড়কে বাসের চাপায় নাসির উদ্দিন (৩৮) নামের পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি পুলিশ নিশ্চিত করেছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টায় বিদিরপুর বাজারের সামনের মহাসড়কে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন চার জন।'

আহতরা হচ্ছেন- মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের রাকিব হোসেন (২৩), কাশিমালা গ্রামের আবুক কালাম (৪৫), গোদাগাড়ী উপজেলার প্রসাদপুর গ্রামের রায়হান হোসেন (৩০), রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার কেদাতুল এলাকার মোসলেম উদ্দিন (৫০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, 'বাসের চাপায় নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানা ইউডি মামলা হয়েছে। পরে বাস জব্দ করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে।'

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, বুধবার সকালে দুর্গাপুর থেকে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম। এসময় দুর্গাপুর উপজেলার উজালখলসী গ্রামের জাগিরপাড়া কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা পানবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী আব্দুস সালাম। এরপর দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আবদুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে তিনি মারা যায়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?