X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ব্যাংকের টাকা বহনকারী গাড়ি চাপায় শিশু নিহত

চাঁদপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:৪১

শিশু নিহত হওয়ায় ব্যাংকের টাকা বহনকারী গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।

চাঁদপুরে অগ্রণী ব্যাংকের টাকার বস্তা বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে  নীরব (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শহরের পুরানবাজার রিফিউজি কলোনির নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িটি ভাঙচুর করে।

নিহত নীরব পুরানবাজার ১নং ওয়ার্ডে মোম ফ্যাক্টরি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি দোকান থেকে পণ্য কিনতে রাস্তায় আসে। তবে বেখেয়ালে দৌড় দেওয়ায় পেছন থেকে আসা অগ্রণী ব্যাংকের পাজেরো গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। গাড়িটিতে এসময় দুই বস্তা ব্যাংকের টাকা ছিল।  এটি চেম্বার অব কমার্সের নিচ তলায় অগ্রণী ব্যাংকের পুরাণবাজার শাখার দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অগ্রণী বাংক পুরাণবাজার শাখার অফিসার মো. ইমান হোসেন বলেন, দুই বস্তা টাকা নিয়ে আমাদের এখানে গাড়িটি আসছিল। পথিমধ্যে পুরাণবাজারের রিফিউজি কলোনি এলাকায় বাচ্চাটি হঠাৎ দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে টাকা থাকায় চালক গাড়িটি না থামিয়ে ব্যাংকের সামনে চলে আসে। এরপর উত্তেজিত লোকজন এসে গাড়িটি ভাঙচুর করে। তবে টাকা অক্ষত রয়েছে।

নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা।

পুলিশ পরিদর্শক তদন্ত (সদর মডেল থানা) হারুনুর রশিদ বলেন, আমরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান বলেন, যেহেতু এটি কোনও হাইওয়ে সড়ক নয়, তাই এখানে চালক কোনও অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গাড়ির গতি কত ছিল এবং চালক নেশাগ্রস্ত ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখবো। অপরাধীকে অবশ্যই আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। তবে এই ঘটনাকে পুঁজি করে কোনও পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে এলাকাবাসী জানায়, ওই এলাকায় অবৈধভাবে রাস্তার ওপর বৌ-বাজার নামে একটি বাজার গড়ে উঠেছে। প্রতিদিন এই বাজারে হাজার হাজার নারী-পুরুষ  ও শিশুর সমাগম ঘটে। এই বিপুল সংখ্যক মানুষকে পাশ কাটিয়েই পুরাণবাজারের ব্যবসায়ীদের ট্রাক-লরিসহ বড় বড় যানবাহনগুলো মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় পুরাণবাজারের ঐতিহ্য মূল বাজারটি ধ্বংস করে দিয়ে এখানে একটি অবৈধ বাজার গড়ে তোলার কারণেই আজ এমন দুর্ঘটনা ঘটেছে। 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল