X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আ.লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ বলে ফেলার মাশুল দিলেন জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০১:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০২:১৮

জাহাঙ্গীর আলম





নিজ দল আওয়ামী লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক মো. আবু হাসনাত মো. শহিদ বাদলের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।

জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এখানে উল্লেখ্য থাকে যে, ২১ নভেম্বর ২০২০ তারিখে আপনার দেওয়া বক্তব্য ক্ষমার অযোগ্য। যাহা বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।’
চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বরাবরও।
এদিকে, ২১ নভেম্বর ‘আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী দল’ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
তবে জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার নির্দেশে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভাঙার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে এ কথা বলে ফেলেছি। তিনি বলেন,মানুষ মাত্র ভুল হয়। পরে বিষয়টি বুঝত পেরে স্থানীয় গণমাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে আমার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছি। একই সাথে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকবো বলে অঙ্গীকার করেছি ।
তার দাবি, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়মের সমালোচনা করেন বলে ব্যক্তিগত ঈর্ষা থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তড়িঘড়ি করে আমাকে দল থেকে অব্যাহতির চিঠি দিয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারা তা পারেন না। আমি যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে থাকি কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে