X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অসহায় এক নারীর পাশে মানবাধিকার সমিতি

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০২:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০২:৩১

অসহায় এক নারীর পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে জাতীয় মানবাধিকার সমিকি, কুষ্টিয়া শহর শাখা।

দীর্ঘদিন ধরে কোলেলিথিয়াসিস (পিত্তথলিতে পাথর) জনিত সমস্যা ভুগছিলেন ৫৫ বছর বয়সী এক নারী। তিনি কুষ্টিয়া শহরের একটি বেসরকারি স্কুলের অফিস সহায়ক হিসেবে কাজ করতেন। কিন্তু করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় তার সামান্য আয়টুকু বন্ধ হয়ে যায়। এদিকে অসুস্থতার কারণে তার সংসারে নেমে আসে আঁধার। কোলেলিথিয়াসিস অপারেশনের জন্য প্রয়োজন হয় প্রায় লাখ টাকা যা জোগাড়ের সামর্থ্য ছিল না ওই নারীর। পরবর্তীতে স্থানীয় একটি মানবাধিকার সংগঠনের সহায়তায় সফল হয়েছে তার অপারেশন।

জানা যায়, শহরের রাজার হাটের এক নারী কাজ করতেন স্কুলের অফিস সহায়ক হিসেবে। ওই নারীর স্বামী ২০১৩ সালে মারা যান। তিন সন্তানের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ছেলে ছাতা তৈরির কারখানায় কাজ করেন। করোনাকালীন সময় সেই কাজটিও বন্ধ হয়ে যায়। অভাব অনটনের সংসারে এরমাঝে তার পিত্তথলিতে পাথর ধরা পড়ে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শহর শাখার সাংগঠনিক সম্পাদক রজনী চৌধুরী জানান, তাদের অভাবের সংসার এরপর নিজে রোগী হয়ে দিশেহারা হয়ে পড়েন। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধমে দেখতে পাই। পরবর্তীতে ওই নারীর বাড়িতে যাই আমরা। সেখানে সে সময় জানা যায় অপারেশনের জন্য প্রায় এক লাখ টাকা প্রয়োজন।

তিনি আরও জানান, পরবর্তীতে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকারের সাথে যোগাযোগ করি। তার পরামর্শে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার তার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল জানান, আমি আমার সংগঠনের একজনের মাধ্যমে জানতে পেরে সেখানে গিয়ে তাদের দুর্দশা দেখি। পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও’র বিশেষ সহায়তায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড