X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সংস্কারের এক বছরেই বেহাল ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়ক

রফিকুল ইসলাম, ফেনী
২৬ নভেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:০০

 

সংস্কারের এক বছরেই বেহাল ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়ক সংস্কারের এক বছর না যেতেই ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়কের ফেনী অংশের অবস্থা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরে গেছে সড়কটি। এতে গুরুত্বপূর্ণ সড়কটি জনদুর্ভোগে পরিণত হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সড়কটির তেমোহনী থেকে গনিপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশের পিচ ও পাথর উঠে গিয়ে সুড়কি বালু বেরিয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। অনেক স্থানে দেবে গিয়ে পানি জমে জলাশয়ের সৃষ্টি হয়েছে।

সড়কের রাজাপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক সংস্কারের নামে এখানে সরকারি অর্থ লুটপাট হয়েছে। ফলে সড়কগুলো বেশি দিন টেকেনি।

সংস্কারের এক বছরেই বেহাল ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়ক ইসমাইল হোসেন লিটন নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সড়কের সমস্যার কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এছাড়া রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ওই সড়কে যাতায়াতকারী শিক্ষক আবু নাসের বলেন, সড়কটি মেরামত করা হয়েছে বেশিদিন হয়নি। কিন্তু নিম্নমানের কাজ করায় কিছুদিন না যেতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, চলাচলে অনুপযোগী এই সড়কে গাড়ি চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে লোকসান গুনতে হয়। শারীরিকভাবেও ব্যথা-বেদনার কারণে গাড়ি চালাতে তেমন আগ্রহ থাকে না।

সওজ সূত্রে জানা গেছে, ফেনীর তেমোহনী হতে বিরলী, রাজাপুর, সিন্দুরপুর, অলাতলী, দরবেশেরহাট, গাজিরহাট, কানকিরহাট হয়ে সোনাইমুড়ি পর্যন্ত জনসাধারণের একমাত্র চলাচলের সড়ক এই রাস্তাটি। গত বছর ফেনীর তেমোহনী থেকে দরবেশেরহাট পর্যন্ত খানাখন্দ ভরাটসহ সংস্কারে সাত কোটি টাকার কাজ হয়েছে। এছাড়া সড়কটি ১২ ফুটের জায়গায় ১৮ ফুট করা হয়েছে।

সংস্কারের এক বছরেই বেহাল ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়ক অন্যদিকে ৩টি জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এ সড়কটি বিকল্প বিশ্ব রোড হিসেবে অনুমোদিত হয়। একইভাবে সড়কটির ৭০ কিলোমিটারের সড়ক সংস্কার করা হয়েছে। ফেনীর শহরতলীর সড়কটি তেমোহনী থেকে বিরলী, রাজাপুর, সিন্দুরপুর, দরবেশেরহাট, গাজিরহাট, কানকিরহাট, সোনাইমুড়ী হয়ে গৌরীপুরের সঙ্গে মিশেছে। সরকার সড়কটিকে বিকল্প বিশ্বরোড হিসেবে ঘোষণা দিলেও নোয়াখালীর সীমানা পর্যন্ত কিয়দংশ বর্ধিত আকারে প্রশস্তের কাজ হয়েছে।

ফেনীস্থ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। বরাদ্দ এলে কার্যাদেশ দেওয়া হবে।

সংস্কারের এক বছরেই বেহাল ফেনী-সোনাইমুড়ি বিকল্প মহাসড়ক তিনি আরও বলেন, ফেনী মাইজদী আন্তঃসড়কের তেমোহনী থেকে দাগনভূঞার রাজাপুর দরবেশেরহাট নোয়াখালীর সেনবাগের কানকিরহাট ছাতারপাইয়া সোনাইমুড়ি হয়ে কুমিল্লার দাউদকান্দি গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে এ বিকল্প বিশ্ব রোড। যার পরিধি ৭০ কিলোমিটার। এই দীর্ঘ সড়ক সম্প্রসারণ করে সংস্কার হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ির চাপ কমার পাশাপাশি দূরত্বও ২ ঘণ্টা কমে আসবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে