X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দেশীয় পাতা পেঁয়াজ পেয়ে খুশি ক্রেতারা

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২০:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:২৪

পাতা পেঁয়াজ হিলির বাজারগুলোতে উঠতে শুরু করেছে দেশীয় নতুন পাতা পেঁয়াজ। এ কারণে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কমায় খুশি ক্রেতারা।

সরেজমিন হিলি বাজার ঘুরে গেছে, কাঁচাবাজারের প্রায় সব দোকানেই শোভা পাচ্ছে দেশীয় নতুন পাতা পেঁয়াজ। প্রকারভেদে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। আর দেশীয় পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা ক্রেতা আব্দুল করিম ও শাহানাজ পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়ে যায়। দাম বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ৯০ টাকা কেজি। নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজের এমন দাম বাড়ার কারণে পরিবারের ব্যয় মেটাতে গিয়ে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ ক্রেতাদের। অবশ্য কিছুদিন পরেই দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে সেই দাম কিছুটা কমতে থাকে, বর্তমানে দেশীয় পুরনো পেঁয়াজ কিনতে হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আর গত কয়েকদিন হলো বাজারে নতুন দেশীয় পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। বর্তমানে এসব পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই পাতা পেঁয়াজ আসার ফলে সাধারণ পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এতে পেঁয়াজের চাহিদাও যেমন মিটছে, তেমনি এর পাতাও মেশাল দিয়ে পেঁয়াজের পরিমাণও কম লাগছে।

পেঁয়াজ বিক্রেতা মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। আমদানি হওয়া এসব পেঁয়াজের তুলনামূলক দাম কম হওয়ায় বাজারে এর চাহিদাও বেশ ছিল। কিন্তু ভারত সরকার বেশ কয়েকমাস ধরে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে দেশীয় পেঁয়াজের চাহিদা বাড়তে থাকে, বাড়ে পেঁয়াজের দামও। তবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় গতবছর ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধের কারণে পেঁয়াজের মূল্যের যে ঊর্ধ্বমুখি ভাব ছিল, এবার সেরকম কিছু হয়নি। দাম অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল, সম্প্রতি দেশীয় নতুন পাতা পেঁয়াজ আসার ফলে পেঁয়াজের চাহিদা কমেছে। পাতা পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, আর মানুষজন দাম কম হওয়ায় এই পেঁয়াজ একটু বেশি পরিমাণে কিনছেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি