X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

খুলনায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়

খুলনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০১:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০১:২৫

খুলনায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়

 



খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ১২টি নির্বাহী পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেন। মাত্র ২টি পদে জয়লাভ করে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের প্রাথীরা। ভোট গ্রহণ শেষে রবিবার (২৯ নভেম্বর) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোল্লা লিয়াকত আলী এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাইফুল ইসলাম ৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের বেগম আক্তার জাহান রুকু ৩১৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কে এম ইকবাল হোসেন ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের মোল্লা মশিউর রহমান নান্নু ৪৬৪ ভোট পেয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কৃষ্ণ কুমার দত্ত ও শাকেরিন সুলতানা, যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শেখ আশরাফ আলী পাপ্পু, লাইব্রেরি সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের শেখ মোহাম্মদ মঈন উদ্দিন মারুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ারা মমতাজ আন্না, নির্বাহী সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নওশিন রহমান বর্ষা, রোমানা তালহা, আব্দুস শফিক মোল্লা জনি, মো. আমিরুল ইসলাম মুকুল, ইন্দ্রজিত শীল, এফ এম সাইদুর রহমান এবং সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের এ কে বাশার নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২২১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যা থেকে গণনা শুরু হয়। জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সমিতির ১৪টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত আইনজীবীদের দুটি প্যানেল থেকে ২৮ জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করেন। আইনজীবীদের মধ্যে আ.লীগপন্থীরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপিপন্থীরা সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৩৫৩ জন।

এ বছর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রবীণ আইনজীবী মোল্লা লিয়াকত আলী এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মুজিবুর রহমান ও এফএম আক্তারুজ্জামান।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল