X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা, ৫ জনের মত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৬:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:০৬

স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা, ৫ জনের মত্যুদণ্ড খাগড়াছড়ির গুইমারায় স্ত্রী রাবেয়া বেগমের পরিকল্পনায় স্বামী মমিনুল হককে হত্যার দায়ে স্ত্রীসহ পাঁচ জনের মত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলো খাগড়াছড়ির রামগড়ের চৌধুরীপাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম, আবদুল মালেকের ছেলে ফিরোজ আলম, গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে আবুল কালাম ও একই এলাকার আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফ মিঠু।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ মিঠু ছাড়া অন্য আসামিরা খাগড়াছড়ি জেলা কারাগারে আছে।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, প্রবাসী মমিনুল হকের স্ত্রী রাবেয়া বেগম বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামী মমিনুল হককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করান তিনি। ২০১৬ সালর ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় গুইমারা থানার এসআই মশিউর রহমান তদন্ত করে ৫ সেপ্টেম্বর ২০১৭ সালে আদালত চার্জশিট দেন। এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় প্রত্যকে আসামিকে মত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ উদ্দিন জানান, তারা ন্যায়বিচার পাননি, এ জন্য উচ্চ আদালতে যাবেন তারা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?