X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসে আগুন, নিহত ২

ভোলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪

দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত তিন জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা

নিহতরা হলেন, ভোলা সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিরুল ইসলাম জসিম (৫৫) ও বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট কাশিপুর এলাকার ধীরেন সিকদারের ছেলে জয় সিকদার (৩০)। 

গুরুতর আহতরা হলেন- আবুল কালাম বাচ্চু (৫৫), তামান্না (১৮) ও নিহত জয় সিকদারের স্ত্রী টুম্পা রানি (২০)।  ভোলায় দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিলো। ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মুজাহিরুল ইসলাম জসিম নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর জয় সিকদার নামে অপর এক যুবকের মৃত্যু ঘটে।

এদিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে টুম্পা এবং আবুল কালাম বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।  দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগ

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট তিনটি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভোলা সদর মডেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে