X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২৮ ডিসেম্বর যশোর থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ

যশোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:২০

শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

আগামী ২৮ ডিসেম্বর যশোর থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ওইদিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (২২ ডিসম্বের) অনুষ্ঠিত সমাবেশে নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

যশোর শহরের মণিহার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টু, মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন, যশোর জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আলম সিদ্দিকী আলম, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহেদ হোসেন জনি, রবিউল ইসলাম, আবু হাসান, যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু প্রমুখ।

সভায় শ্রমিকনেতারা বলেন, তাদের সংগঠনে দীর্ঘদিন ধরে তিন বছর পর পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব পালন করে। সেই ধারাবাহিকতায় গত ২০ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু করোনা মহামারির কারণে জেলা প্রশাসক ১৮ মার্চ ওই নির্বাচন স্থগিত করে দেন। এরপর করোনা পরিস্থিতির মধ্যেই স্থানীয় সরকারের একাধিক নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এ শ্রমিক সংগঠনের বেলায় করোনার দোহাই দিয়ে নির্বাচন দেওয়া হচ্ছে না। এতে করে সংগঠনের কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান জরুরি।

নেতারা আরও বলেন, বারবার নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন দেওয়ার অনুরোধ করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করছে না। এজন্য দাবি আদায়ে আগামী ২৮ ডিসেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত স্বেচ্ছায় কর্মবিরতি পালন করবেন শ্রমিকরা।

ইউনিয়নের যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, শ্রমিকরা যেহেতু স্বেচ্ছায় কর্মবিরতিতে যাচ্ছেন, ফলে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে।

দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলনের কর্মসূচিও আসতে পারে বলে জানান তিনি। 

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে