X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অটোচালককে হত্যার অভিযোগ, সস্ত্রীক পুলিশ কনস্টেবল গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:২৮

পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে রংপুর নগরীতে এক অটোচালককে মারাত্মক নির্যাতন করে হত্যার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় দু ঘণ্টা ব্যাপী বিক্ষোভের সময় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর পার্কের মোড় কোর্টপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতেন প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটো চুরি হলে নাজমুলকে বাসায় ধরে এনে স্ত্রী সাথি বেগমসহ হাসান তাকে মারাত্মক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে তারা নাজমুলের লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি নামালে এলাকাবাসী দেখতে পান নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন। এ সময় এলাকাবাসী হাসান ও তার স্ত্রী সাথিকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনা জানাজানি হলে শত শত জনতা নগরীর পার্কের মোড় এলাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও টায়রার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে দায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ হাসান ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?