X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গ্রাম পুলিশের পোস্টারিংয়ে বেকায়দায় চেয়ারম্যান!

নাটোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১২:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১২:১৬

গ্রাম পুলিশের পোস্টারিং নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে গ্রাম পুলিশকে ব্যবহার করে নির্বাচনি প্রচারণার পোস্টারিং করতে গিয়ে বেকায়দায় পড়েছেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। চেয়ারম্যানের এমন কাজে প্রতিবাদ জানিয়েছে জেলা গ্রাম পুলিশ সংগঠন। তবে বিষয়টি অস্বীকার করে ওই চেয়ারম্যান বলেছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম ওসমান গণি ভূঁইয়া। তিনি প্রায় ১৯ বছর ধরে বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গ্রাম পুলিশ সদস্য সুলতান জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিনিসহ ৯ জন গ্রাম পুলিশ ও একজন দফাদার রয়েছেন। সম্প্রতি ওই চেয়ারম্যান তিনিসহ ওই ৯ জন গ্রাম পুলিশকে ২০০ করে পোস্টার দেন। পোস্টারগুলো তাদের নিজ নিজ ওয়ার্ডে সাঁটাতে বলা হয়। ওই পোস্টারে এলাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছাসহ আসন্ন ইউপি ভোট উপলক্ষে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সুলতান ঘোষপাড়া ব্রিজের (দক্ষিণ-পূর্বে) মুচিরমোড় এলাকায় পোস্টারগুলো সাঁটাতে থাকলে সেখানে উপস্থিত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম। তিনি আইনগত দিক তুলে ধরে তাকে পোস্টার সাঁটাতে নিষেধ করে ইউনিয়নের সচিবকে ফোন দেন। সচিব ময়নুল ইসলাম তাকে (সুলতানকে) পোস্টার না সাঁটিয়ে জমা দেওয়ার জন্য বলেন। একইসঙ্গে অন্য সব গ্রাম পুলিশকেও তিনি ফোন করে পোস্টার জমা দিতে বললে সবাই সন্ধ্যার দিকে পোস্টারগুলো ফেরত দেন।

এক প্রশ্নের জবাবে সুলতান বলেন, ‘আমি প্রতিবাদ করেছি। কিন্তু কী করবো? চেয়ারম্যানের আদেশ! তাই পোস্টার লাগাতে বাধ্য হয়েছি। চাকরি তো করতে হবে।’ গ্রাম পুলিশের পোস্টারিং

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান ওসমান গণি বলেন, তিনি কোনও গ্রাম পুলিশকে এমন নির্দেশ দেননি। প্রতিটি ওয়ার্ডে তার অনুসারীদের পোস্টার সাঁটানোর জন্য পাঠিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো তার কোনও অনুসারী অন্য জনকে দেওয়ার জন্য গ্রাম পুলিশের কাছে পোস্টারগুলো দিয়েছিল। পরে তারা নিজের ইচ্ছায় সাঁটাতে গিয়েছিল। এটা তার বিরুদ্ধে নির্বাচনপূর্ব ষড়যন্ত্র বলেও দাবি করেন চেয়ারম্যান।

এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নাটোর জেলা কমিটির সভাপতি আবু তালেব ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘গ্রাম পুলিশকে নির্বাচনি কাজে লাগিয়ে ওই চেয়ারম্যান বাংলাদেশ সরকার ও সরকারের আইনকে অবজ্ঞা-অবহেলা করেছেন। ওই চেয়ারম্যানের অবৈধ আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করি। যদি এর কোনও ব্যবস্থা নেওয়া না হয় তবে আমরা সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ