X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গোপনে এসে মাহফিলে বক্তব্য: মাওলানা মামুনুলের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ০২:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:৩৮

মাওলানা মামুনুল হক


কুমিল্লার চান্দিনায় ইসলামী মহাসম্মেলনে গোপনে এসে বক্তব্য রাখার অভিযোগে খেলাফতে মজলিশের মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় মামুনুল হকসহ ৬ জনকে আসামি করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর চান্দিনা থানায় মামলাটি দায়ের করা হয়। শনিবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে ঢাকায় শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রথম জানান বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। একটি জাতীয় দৈনিকের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন জানিয়ে শনিবারের সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, রাত ১১টায় প্রধান অতিথি হিসেবে ভাষণ শেষ করে তিনি ঢাকার পথে রওনা হন। ঢাকায় পৌঁছার পর তিনি জানতে পারেন সেখানে শেষ সময়ে মাওলানা মামুনুল হকও গিয়েছিলেন। মূল অনুষ্ঠান শেষে অনুসারীদের অনুরোধে তিনিও সেখানে বক্তৃতা রাখেন। তথ্য গোপন করে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখায় মাওলানা মামুনুলের সঙ্গে আয়োজকদের নামে মামলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে খোঁজ নিলে চান্দিনা থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বাংলা ট্রিবিউনকে জানান, করোনা মহামারির কারণে গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। তার মধ্যে প্রশাসনের কাছে তথ্য পোপন করে মাহফিলের আয়োজন করেছে অভিযুক্তরা। ওই মাহফিলের পোস্টার, ব্যানারে খেলাফত মজলিশের মহাসচিব হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নাম ছিল না। কিন্তু, আয়োজকদের যোগসাজসে ওই মাহফিলে মামুনুল হক এসে রাষ্ট্রবিরোধী অপপ্রচার, উস্কানিমূলক এবং মানুষের মধ্যে প্রপাগন্ডা ছড়ানোর মতো বক্তব্য প্রদান করেছেন। যার কারণে ১৭ ডিসেম্বর মাহফিলের আয়োজক মোশারফ হোসেন মাহমুদকে ১ নম্বর এবং হেফাজত নেতা মামুনুল হককে ২ নম্বর আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকেও।
তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজকরা মাওলানা মামুনুল হক আসার বিষয়টি পরিকল্পিতভাবে সম্পূর্ণ গোপন রাখেন। কিন্তু, ওই মাহফিলে মামুনুল হককে ডেকে এনে বক্তব্য দেওয়ানোর মাধ্যমে সেখানে তারা দাঙ্গার পরিবেশ তৈরি করেছিলেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান