X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়াগামী চলন্ত বাসে হঠাৎ আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ০২:৫০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০২:৫২

 

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডে চলাচলকারী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড মোড়ের বেতবাড়িয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছিল।

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে আগুন
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রবিবার রাতে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসার সময় বেতবাড়ীয়া নামক স্থানে বাসটির পেছনের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এসময় বাসের চালক হেলপারসহ অন্যান্য যাত্রী দ্রুত বাস থেকে নেমে যায়। মুহূর্তে পুরো বাসে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে তার আগেই পুরো বাসটি পুড়ে যায়।
সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মাহমুদ জানান, প্রাথমিক ভাবে আগুন লাগার সঠিক কারণ বলা যাচ্ছে না। বাসের ইঞ্জিন হিট হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে
তবে প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীদের দাবি, বাসের ইঞ্জিন থাকে সামনে আর আগুন লেগেছে পেছনে। ফলে আগুন অন্য কিছুতে লেগেছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদারকি করেন। তবে বাসে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশও।
এ ব্যাপারে খাটিঁহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। তবে কেন, কিভাবে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা