X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গৃহ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ২০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২০:০৫

বগুড়ার শেরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের পাশাপাশি উপকারভোগীদের কাছ থেকে টাকা ও নির্মাণসামগ্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হস্তান্তরের আগেই স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। এতে সরকারের এ মহৎ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় উপজেলায় ১৬৩টি ভূমিহীন পরিবারকে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি সেমিপাকা গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শেরপুর উপজেলায় প্রায় তিন কোটি টাকার এই কাজের দেখভাল করছে উপজেলা প্রশাসন। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সুঘাট ও শাহবন্দেগীতে গৃহ নির্মাণ হচ্ছে না।

মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের আলাউদ্দিন রনি জানান, তাদের গ্রামে ভূমিহীনদের জন্য তিনটি ঘর নির্মাণ করা হচ্ছে। এতে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। খোয়ার পরিবর্তে রাবিশ, নিম্নমানের বালু ও কাঠ ব্যবহার করা হয়েছে। একটি ঘরের দেয়ালে ফাটল ধরেছে। তাদের ধারণা, যেভাবে কাজ হয়েছে, তাতে এসব ঘর বেশিদিন টিকবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে কোনও লাভ হয়নি।

প্রকল্পের ১২ নম্বর উপকারভোগী কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী বাছিরন বেগম। তিনি জানান, ঘরের কাজ ভালোভাবে করার জন্য পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন। তাছাড়া ঢালাইয়ের কাজে রডসহ প্রায় ১৫ হাজার টাকা খরচ দিতে হয়েছে। তার ছেলের বউ লাইজু খাতুন বলেন, ‘এসব না দিলে কাজ ভালো হতো না।’ ১ নম্বর উপকারভোগী একই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী রুবিয়া খাতুন বলেন, ‘আমিও কাজ ভালো করার জন্য দুই বস্তা সিমেন্ট দিয়েছি। কিন্তু ঘরের কাজ ভালো হয়নি। মেঝেসহ অন্যান্য কাজ ভালো হয়নি। পলেস্তঁরা খসে পড়ছে।’

৬১ নম্বর উপকারভোগী মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের সারা খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর দিছে, আমি খুশি হচি বাবা। কিন্তু ঘর তৈরির সময় সিমেন্ট দিচে অল্প, বালু দিচে বেশি।’ ২৭ নম্বর উপকারভোগী খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের নজরুল ইসলাম জানান, নির্মাণকাজের সময়ই ঘরের একটি পিলারে ফাটল ধরেছে। স্থানীয়রা জানান, খামারকান্দিতে আরও দুটি ঘর নির্মাণ করা হয়েছে নিচু জায়গায়। সামান্য বন্যাতেই তলিয়ে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী হাসান ওয়াদুদ বলেন, ‘প্রকল্পের কাজ এখনও চলছে। এখন নয়, এসব বিষয়ে বক্তব্য পরে দেবো।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী বলেন, ‘প্রকল্পের নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়েছে। ঘর নির্মাণে যে টাকা বরাদ্দ রয়েছে তা অপ্রতুল। দুই-একটি জায়গায় নিম্নমানের কাজের অভিযোগ পেলেও সেগুলো ঠিক করা হয়েছে। তবে উপকারভোগীদের  কাছ থেকে টাকা বা সিমেন্ট নেওয়ার কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে শেরপুর উপজেলায় ১৬৩টি গৃহ নির্মাণ করে দুস্থদের পুর্নবাসন করা হচ্ছে। ইতোমধ্যে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, গৃহ নির্মাণ কাজে কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া কোনও উপকারভোগীর কাছ থেকে নির্মাণসামগ্রী নেওয়া হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট